করোনায় শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২২,৮৪২ জন, পরিসংখ্যান একনজরে

করোনায় শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২২,৮৪২ জন, পরিসংখ্যান একনজরে

ব্যুরো রিপোর্ট:  শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা দেশে ফের একবার ২০ হাজারের উপর। সপ্তাহের শুরুর দিকে যেখানে এই আক্রান্তের সংখ্যা ১৮ হাজারের ঘরে ছিল, সেখানে সপ্তাহের শেষে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২২,৮৪২ জন।

একনজরে দেখা যাক, এদিনের করোনা আক্রান্তের সংখ্যা। উল্লেখ্য, করোনার জেরে দেশে বেশ কয়েকদিন ধরে উৎসবের মাসের আগে কমতির দিকে ছিল আক্রান্তের দৈনিক সংখ্যায়।

এরপর দেখা যাচ্ছে, হু হু করে ফের একবার ২০ হজার পার করে এগিয়ে যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে, দেশে মোট করোনা জয়ীর সংখ্যা ৩,৩০,৯৪,৫২৯ জন।

উল্লেখ্য, কয়েকটি গবেষণায় আগেই জানানো হয়েছিল যে, করোনার জেরে দেশে তৃতীয় স্রোতের প্রবল সম্ভাবনা থাকতে পারে । আর সেই আশঙ্কা অগাস্ট মাসের শেষ থেকেই শুরু হয়ে যায়।

এরফলে দেশে একাধিক বিধি পালনের বার্তা দেওয়া হয়। এদিকে, করোনা রুখতে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বার্তা দেয় দিল্লি। কেন্দ্রের তরফে উৎসবের মরশুমে জমায়েতের বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে।

যেখানে পজিটিভির হার ৫ শতাংশ সেখানে জমায়েত না করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে গত কয়েকদিন আগে করোনার জেরে দেশে ১৮ হাজারের আশপাশে টানা দু দিন আক্রান্তের সংখ্যা দেখা যায়। তবে তারপরই ফের একবার গ্রাফ উর্ধমুখী হয়।

এদিকে, কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, গত বারের মতো এবারেও প্যান্ডেলে জমায়েত করা যাবে না। অন্যদিকে, নবান্নাের তরফে পুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত রাতের কার্ফুতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই পরিস্থিতিতে, দেশে করোনা সংকটের মধ্যে তৃতীয় স্রোতের উদ্বেগ ঘিরে আগাম সতর্কতার পথে রয়েছে রাজ্যপ্রশাসনগুলি।এদিকে, গতকালের রিপোর্ট অনুয়ায়ী বলা হচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪,৩৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ২৭৭ জন।

সুস্থ হয়ে উঠেছিলেন ২৮,২৪৬ জন। এদিকে, বাংলাতেও নিত্যদিনের করোনা আক্রান্তের সংখ্যায় বারবার ৭০০ এর ঘরের আশপাশে অঙ্ক বাড়তে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে।

সেই জায়গা থেকে উদ্বেগ ক্রমাগত বাড়ছে। অন্যদিকে, গত কয়েক দিন ধরে কেরলের আক্রান্তের সংখ্যা রীতিমতো নিম্নগামী হতে শুরু করেছে।

যারফলে দেশের সার্বিক আক্রান্তের সংখ্যা হু হু করে নামতে শুরু করছে। এর আগে দেশের করোনা আক্রান্তের সংখ্যার ৫০ শতাংশই কেরল থেকে এসেছে বলে জানা গিয়েছে। যা পরে নামতে থাকায় খানিকটা স্বস্তি নেমে এসেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *