শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ৩৪ হাজার ৯৭৩ জন, নামল মৃতের সংখ্যা

শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ৩৪ হাজার ৯৭৩ জন, নামল মৃতের সংখ্যা

ব্যুরো রিপোর্ট:  করোনা গ্রাফে প্রবলহারে উত্থান পতনের যে রেশ দেখা গিয়েছিল তা আজও অব্যাহত। ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে রিপোর্ট পেশ করেছে, তাতে দেখা গিয়েছে, করোনার জেরে আক্রান্তের সংখ্যা দেশে শেষ ২৪ ঘণ্টায় ৩৪,৯৭৩ জন। এদিকে, গতকালের পরিসংখ্যানের বলছে, শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে আক্রান্ত হয়েছেন ৪৩,২৬৩ জন।

ফলে স্বভাবতই আক্রান্তের সংখ্যায় বড়সড় ফারক পরিলক্ষিত হচ্ছে। গতকালের থেকে এদিন করোনা আক্রান্তের সংখ্যা নামলেও, এদিন গণেশ চতুর্থীর পুজোর পর পরিস্থিতি কোথায় দাঁড়ায় তা নিয়ে রয়েছে আতঙ্ক। এদিন করোনা বিধি মেনেই দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে গণেশ চতুর্থীর পুজো।

যা কার্যত বিভিন্ন রাজ্যের প্রশাসনের সামনে একটি চ্যালেঞ্জ।এদিকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ শুরু হয়েছে। দেখা যাচ্ছে এক সপ্তাহ বা ৭ দিনের একটি সময়ের ফ্রেমে নির্দিষ্ট হারে বেড়ে যাচ্ছে বা নামছে করোনার গতিবিধি। ফলে করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ রয়েছে।

এদিকে, যে করোনার দ্বারা কার্যত বিধ্বস্ত মহারাষ্ট্র সেখানে গণেশ চতুর্থী পালিত হচ্ছে আজ। গতবছর করোনার প্রবল দাপের জেরে মুম্বইয়ের লালবাগের মতো জনপ্রিয় জায়গায় পুজো বন্ধ ছিল। তবে এবার পরিস্থিতি আলাদা। এহার লালবাগে সাড়ম্বরে পুজো হচ্ছে করোনা বিধি পালন করে।

এরই মাঝে গত একদিনে করোনার জেরে দেশে আক্রান্ত হয়েছেন ৩৪,৯৭৩ জন, সুস্থ হয়েছেন ৩৭,৬৮১ জন। মৃতের সংখ্যায় ব্যাপক কমতি দেখা গিয়েছে।এদিন কার্যত গণেশ চতুর্থীর আগে স্বস্তির নিঃশ্বাস ফেলে খানিকটা নেমেছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকালের তুলনায় এদিন নেমেছে করোনা আক্রান্তের পরিসংখ্যান।

গতকালের পরিসংখ্যানে বলা হয়েছে, করোনার জেরে আক্রান্ত হয়েছেন ৪৩,২৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৩৮ জন। এর আগে গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা হয়েছিল ৩৭৮৭৫ জন। তারপর এদিন ফের আবার করোনার জেরে আজকের রিপোর্টে আক্রান্তের সংখ্যা এসেছে ৩৪, ৯৭৩ জন।

ফলে করোনার উত্থান পতনের গ্রাফ অব্যাহত রয়েছে বলে দেখা গিয়েছে।প্রসঙ্গত , গত কয়েকদিনের তুলনায় নেমেছে করোনার গ্রাফ। এদিকে, করোনার মৃতের সংখ্যাও বেশ কমতির দিকে রয়েছে দৈনিক হারের হিসাবে। শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ২৬০ জনের। গতকাল যে রিপোর্ট পেশ করা হয় ,

তাতে দেখা যায় শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৩৩৮ জনের। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার চেয়ে বেড়েছে সুস্থতার সংখ্য়া । সুস্থ হয়েছেন ৩৭,৬৮১ জন। দেশে অ্যাক্টিভ কেস রয়েছে ৩,৯০,৬৪৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩,৩১,৭৪,৯৫৪ জন। মৃতের সংখ্যা ৪,৪২,০০৯ জন।

মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ৭২,৩৭,৮৪,৫৮৬ জনের মধ্যে রয়েছে। এদিকে করোনা পরিস্থিতির মাঝেই দেশে ডেল্টার মতো একাধিক ভ্যারিয়েন্ট ত্রাসের সঞ্চার করছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে , তাহলে কি বুস্টার ডোজ প্রয়োজন? এদিকে, হু এর তরফে জানানো হয়েছে এই বছর করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন নেই।

অন্যদিকে, করোনার টিকা নিয়েও বহুজনের মধ্যে প্রকোপ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ডেল্টার পাশপাাশি, ল্যাম্বডা, মু এর মতো ভ্যারিয়েন্ট বড়সড় ত্রাসের সঞ্চার করছে।আজ থেকে শুরু হয়েছে গণেশ চতুর্থীর উৎসব। মহারাষ্ট্র সহ গোটা দক্ষিণভারত জুড়ে ১০ দিন ধরে এই উৎসব পালিত হয়। দশ দিনের এই উৎসবে বিভিন্ন দিনে বিভিন্ন আচার রীতি পালিত হয়।

এদিকে, এই পরিস্থিতিতে মহারাষ্ট্র, কর্ণাটক,তামিলনাড়ুতে একাধিক বিধি নিষেধ লা গু করা হয়েছে। বিশাল আকারে গণেশ চতুর্থীর পুজো সম্পন্ন হচ্ছে না এই বছর। কারণ গণেশ চতুর্থী ঘিরে রয়েছে বহুল পরিমাণে কোভিড বিধি। মুম্বইতে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৪৪ ধারা লাগু করা রয়েছে। গণেশ চতুর্থীর ভাসানে কোনও মিছিল বা বড় জমায়েত আনুমোদিত হবে না বলে জানিয়েছে প্রশাসন।

একই নির্দেশিকা ভাসান ঘিরে রয়েছে কর্ণাটকে। সেখানে ভাসান দেওয়ার সময়ও বেঁধে দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশে গণেশ পুজোর প্যান্ডেল ও ভাসানে অনুমতি দেওয়া হয়নি। এদিকে পরিবেশ বান্ধব কিছু বিষয় নিয়ে গণেশ চতুর্থী ঘিরে কয়েকটি বিধি আরোপিত রয়েছে তেলাঙ্গানায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *