শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৬,০৮৩ জন, সুস্থতা থেকে মৃত্যুর পরিসংখ্যান গ্রাফ একনজরে

শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৬,০৮৩ জন, সুস্থতা থেকে মৃত্যুর পরিসংখ্যান গ্রাফ একনজরে

ব্যুরো রিপোর্ট:  ভারতে করোনার জেরে এই মুহূর্তে ডেল্টা আতঙ্ক অব্যাহত। এদিকে করোনার জেরে তৃতীয় স্রোতের আশঙ্কায় গোটা দেশ। এমন সময় লালকেল্লার বুক থেকে কার্যত করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। এরই মাঝে দেশে খানিকটা স্বস্তি দিয়ে করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬০৮৩ জন।

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা রীতিমতো নামতে শুরু করেছে। তবে তাতে স্বস্তির বার্তা নেই। কারণ করোনার আর ভ্যালু হু হু করে দেশে করোনা ছড়িয়ে পড়তে সাহায্য করছে। ফলে কেরল ও মহারাষ্ট্রের মতো জায়গায় প্রবল পরিমাণে করোনর আর ভ্য়ালু বাড়তে শুরু করেছে ।

এমন পরিস্থিতিতে কিছুতেই দক্ষিণের রাজ্যে করোনার প্রকোপ কমছে না। শেষ ২৪ ঘণ্টায় শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের বেশি মানুষ। এদিকে, এর আগে পর পর দিন প্রতিদিন ২১ ও ২৩ হাজারের বেশি করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যায়। এই পরিস্থিতিতে দেশে এদিন করোনার আক্রান্তের সংখ্যা ৩৬ হাজারের ঘরে দাঁড়িয়েছে।

এদিকে, শেষ একদিনে যখন করোনার জেরে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজারের ঘরে দাঁড়িয়েছে, সেখানে সুস্থতার সংখ্যা করোনা পরিস্থিতিতে ৩৭ হাজারের ঘরে। শেষ ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩৭,৯২৭ জন।

শেষ ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ৪৯৩ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,২১,৯২৫৭৬ জন। মোট সুস্থ হয়েছেন ৩,১৩, ৭৬,০১৫ জন। করোনা আক্রান্তদের সংখ্যার মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৩,৮৫,৩৩৬ জন। মৃত্যু হয়েছে ৪,৩১,২২৫ জন। মোট করোনা আক্রান্ত যাঁরা ভ্যাকসিন পেয়েছেন তাঁদের সংখ্যা ৫৪,৩৮,৪৬,২৯০ জন।

সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে মোট ভ্যাকসিন পেয়েছেন ৭৩,৫০,৫৫৩ জন। উল্লেখ্য, যদি গতকালের শেষ ২৪ ঘণ্টার রিপোর্ট দেখা যায়, শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে আক্রান্তের সংখ্যা ৩৮,৬৬৭ জন। রিপোর্ট বলছে, একদিনে করোনার জেরে ৩৫,৭৪৩ জন সুস্থ হয়েছেন।

এদিকে প্রতি সপ্তাহের নিরিখে করোনার পজিটিভিটি রেট হয়েছে ২.০৫ শতাংশ। দেশে মোট ভ্যাকসিনেশন হয়েছে ৫৩.৬১ কোটি মানুষের। এদিকে এখানেই শেষ নয়। সরকারের তরপে আনা এক সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, করোনার একটি ডোজ যাঁরা নিয়েছেন তাঁরা ১.৭১ লাখ জন করোনার ব্রেক থ্রু আক্রমণে আক্রান্ত। আর যাঁরা দুটি ডোজ নিয়েছেন তাঁরা ৮৭,০৪৯ জন আক্রান্ত।

এদিকে, দেখা যাচ্ছে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্য়ার ৫৪ শতাংশই আসছে কেরল থেকে। সেরাজ্যে ভ্যাকসিন নেওয়ার পর করোনা আক্রান্তের ব্রেক থ্রু সংখ্যা প্রায় গোটা দেশের মোট ব্রেক থ্রুর আক্রন্তের সংখ্যা ৪০ শতাংশ।

এই পরিস্থিতিতে তৃতীয় স্রোতের মাঝে নতুন করে আতঙ্ক তৈরি করেছে ডেল্টা। অন্যদিকে, যেখানে করোনার জেরে দেশে তৃতীয় স্রোতের আশঙ্কায় দেশে শিশুদের সুরক্ষিত রাখা নিয়ে সচেতনতা বাড়ছে , সেখানে বেঙ্গালুরুে গত ১১ দিনে প্রায় ৫০০ জনের বেশি শিশু করোনা আক্রান্ত হয়েছে।

শহরের পুরসভার তরফে মনে করা হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগামীতে আরও বেশি সংখ্যক শিশুর আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই মাঝে কর্ণাটকের জেলাগুলিতে স্কুলগুলি ৯ থেকে ১২ ক্লাস পর্যন্ত খোলার তথ্য উঠে আসছে।

এই পরিস্থিতিতে রীতিমতো তোলপাড় গোটা দেশ। ১৪ অগাস্টের রিপোর্টে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃতের সংখ্যা ৫০০ এর নিচে রয়েছে। তবে তা হু হু করে বাড়ছে। গতকালের রিপোর্টে বলা হয়েছে, করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৭৮ জন রয়েছে।

এদিকে স্বাধীনতা দিবসের ভাষণে লালকল্লার বুক থেকে করোনা নিয়ে দেশবাসীকে সচেতনার বার্তা দেন মোদী। করোনা পরিস্থিতিতে কীভাবে দেশের ধরাশায়ী অবস্থা হয়েছে , তা নিয়েও তিনি একাধিক বক্তব্য রাখেন।

তিনি বলেন ,দেশের মাটিতে করোনা টিকা তৈরি হয়েছিল বলেই দেশের মানুষের কাছে সহজে দ্রুততার সঙ্গে কোরনার টিকা পৌঁছে গিয়েছে। ভারতে যদি করোনা টিকা তৈরি না হত,তাহলে বছরের পর বছর অন্য দেশে করোনা টিকা তৈরি হত। উল্লেখ্য দেশে ইতিমধ্যেই ৫৪ কোটি মানুষ এই মারণ ভাইরাসের টিকা পেয়েছেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *