দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৬,৪০১ জন, ১৪৯ দিন বাদে নামল অ্যাক্টিভ কেসের সংখ্যা

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৬,৪০১ জন, ১৪৯ দিন বাদে নামল অ্যাক্টিভ কেসের সংখ্যা

ব্যুরো রিপোর্ট:  দীর্ঘ ১৪৯ দিন বাদে ভারতে নামছে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা। যেখানে করোনার জেরে দেশে বর্তমানে ৩,৬৪,১২৯ সংখ্যক অ্যাক্টিভ কেসের খবর আসতে শুরু করেছে। শেষ ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩৯,১৫৭ জন।

করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬,৪০১ জন। এই পরিস্থিতিতে যখন দেশে করোনার তৃতীয় স্রোতের আশঙ্কা প্রবলভাবে দানা বাঁধতে শুরু করেছে, তখন এভাবে অ্যাক্টিভ কেসের কমতি,

বা করোনায় আক্রান্তের সংখ্যায় কমতি রীতিমতো তাৎপর্যবাহী। এদিকে, করোনায় দ্বিতীয় স্রোতের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ভারতকে। সামনেই উৎসবের মরশুম। সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকারের তরফে এসেছে সতর্কতা।

গতকালের রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে দেশে আক্রান্ত হয়েছেন ৩৫,১৭৮ জন। বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪৪০ জন।

সামান্য হলেও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। এরই মাঝে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে রীতিমতো ভয় , আতঙ্কের পরিবেশ গোটা দেশ। সামনেই রয়েছে দক্ষিণ ভারতে ওনম উৎসব।

সেখানে ফর একবার জমায়েতে র আশঙ্কার মাঝেই প্রশাসন কোনপথে হাঁটতে থাকে, সেদিকে নজর রয়েছে সকলের। এদিকে, আফগানিস্তানের করুণ পরিস্থিতির মাঝে সেদেশ থেকে ভারতে পা

রাখা যাত্রীদের করোনা বিধি নিয়েও প্রশাসন কতটা কঠোর মনোভাব নিচ্ছে, সেদিকে তাকিয়ে দেশ। এদিকে এমন পরিস্থিতিতে দীর্ঘ ১৪৯ দিন পর দেশে করোনার অ্যাক্টিভ কেস কমেছে । কমে তা দাঁড়িয়েছে ৩,৬৪,১২৯ দিন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *