ব্যুরো রিপোর্ট: দেশে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ১৪,৬২৩ জন। মারা গিয়েছেন ১৯৭ জন। সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণ। পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। পুজোর পরে বাড়ছে সংক্রমণ।
কবে অ্যাক্টিভ রোগীর সংখ্যা অনেকটাই কমেছে।উল্লেখ্য, দিনহাটায় ৪১৭, শান্তিপুরে ৩৫৯, খড়দহে ৩৩৫, গোসবায় ৩৩০ পোলিং স্টেশন রয়েছে। আর দিনহাটায় ভোটার সংখ্যা ২৯৮০৬৭, শান্তিপুরে ২৫৪৮৮৯, খড়দহে ২৩২৩৪৮ এবং গোসাবায় ২৩০২৩০ জনেকরলের পাশাপাশি মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কমতে শুরু করেছে।
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১,৬৩৮। মৃত্যু হয়েছে ৪৯ জনের। রাজ্য এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৫,৯৪,৮২০। রাজ্যে মোট মৃতের সংখ্যা ১, ৩৯,৮৬৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ২,৭৯১।
সবমিলিয়ে রাজ্য সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬৪,২৪,৫৪৭। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ২৬,৮০৫ জন। পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ উর্ধ্বমুখী। দুর্গাপুজোর পর করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে নতুন করে।
পরিস্থিতি মোকাবিলায় বুধবার থেকে নাইট কার্ফু ফের কড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দুর্গাপুজোর সময় করোনার বিধিনিষেধে ছাড় দেওযা হয়েছিল। পুজোর চারদিন ছিল না নাইটকার্ফু। জনতার ঢল নেমেছিল শহরের রাস্তায়। মণ্ডপে মণ্ডপে ভিড় করে পুজো দেখেছেন মানুষ।
শ্রীভূমির পুজোর প্যান্ডেসে সর্বাধিক ভিড় দেখা গিয়েছে। যার জেরে দশমী থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল শ্রীভূমি পুজো মণ্ডপ। পুজোর ভিড়েই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পুজোর কারণে বন্ধ ছিল করোনা টিকাকরণও।