ব্যুরো রিপোর্ট: করোনা ভাইরাসের জেরে দেশ গত দেড় বছরের বেশি সময় ধরে কার্যত ত্রস্ত। দেশ জুড়ে ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হলেও সংক্রমণের মাত্রা হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে দেশে করোনার জেরে আক্রান্তের সংখ্যা বাড়লেও ১৩০ কোটির দেশ মাইলফলক পার করেছে করোনার ভ্যাকসিন ডোজে।
ওকদিকে উৎসবের মরশুম, অন্যদিকে ভ্যাকসিনেশন, এই দুইয়ের মাঝে ভারতের করোনা গ্রাফ কিছুটা স্বস্তি দায়ক পর্যায়ে চলে গিয়েছে। একনজরে দেখা যাক করোনার জেরে দেশে শেষ ২৪ ঘণ্টায় পরিস্থিতি কোনদিকে গিয়েছেএদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৯০৬ জনে গিয়ে ঠেকেছে
করোনার জেরে দেশে ইতিমধ্যেই করুন পরিস্থিতি। যে ৫ রাজ্য ভয়াবহতা তুলে ধরছে , তারমধ্য়ে প্রথমেই রয়েছে কেরল। উল্লেখ্য, কেরলে ওনম উৎসবের পর থেকেই শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। তারপর পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যায়নি। একটা সময় দেশের মোট আক্রান্তের সংখ্যার ৫০ শতাংশই করোনা আক্রান্তের খবর এসেছে কেরল থেকে।
এই পরিস্থিতিতে দুর্গাপুজোর পর পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোনদিকে যাচ্ছে সেদিকে নজর রয়েছে দেশের।বহু গবেষণার পর অনেকেই আশঙ্কা করেছিল যে করোনার জেরে দেশে করোনা সংক্রমণ অক্টোবরের মধ্যে তৃতীয় স্রোতকে ডেকে আনবে। সেই তৃতীয় স্রোতের আশঙ্কা থেকে মনে করা হচ্ছে এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে দেশের সার্বিক করোনা পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসন একাধিক বন্দোবস্ত নিয়েছে।
উল্লেখ্য, গোটা মানব সভ্যতা এই মুহূর্তে লড়াই করছে অজানা শত্রু করোনার সঙ্গে। ভ্যাকসিনের দুটি ডোজ এই অসুস্থতাকে ঠিক কতটা কাটিয়ে দেবে তা নিয়ে রয়েছে জল্পনা। তার মাঝেও দেশ জুড়ে ভ্যাকসিনেশনের ওপর জোর দিতে শুরু করেছে প্রশাসন।