ব্যুরো রিপোর্ট: এর আগে দু’বার মিছিলের অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ। তবে ফের একবার তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগরতলায় মিছিলের অনুমতি চেয়ে ত্রিপুরা পুলিশকে চিঠি দিল তৃণমূল।
প্রথমে, অভিষেকের নেতৃত্বে ১৫ সেপ্টেম্বর ত্রিপুরায় পদযাত্রা করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল তৃণমূল। তবে অন্য রাজনৈতিক দল সেদিন মিছিল করবে বলে তৃণমূলকে মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ।
এর পর ১৬ সেটেম্বর মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু বিশ্বকর্মা পুজোর আগের দিন নিরাপত্তা নিয়ে সমস্যার কারণে মিছিলের অনুমতি দেওয়া হয়নি।
অবশেষে ২২ সেপ্টেম্বর মিছিলের দিন ধার্য করা হয়। এই বিষয়ে পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছে তৃণমূল।দিন ধার্য হলেও, মিছিলের অনুমতি মিলবে কি না তা নিয়ে চিন্তায় তৃণমূল কংরেসের নেতারা।