দিওয়ালির আবহে ভারতের করোনার গ্রাফ কোনপথে, শেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান একনজরে

দিওয়ালির আবহে ভারতের করোনার গ্রাফ কোনপথে, শেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান একনজরে

ব্যুরো রিপোর্ট:  সবেমাত্র কেটেছে দিওয়ালির রাত। তারপর দিনের রিপোর্টেই দেখা যাচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে আক্রান্তের সংখ্যা ১২,৭২৯ জন। মৃত্যু হয়েছে ২২১ জনের। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ও সুস্থতার সংখ্য়া নিয়ে এমনই পরিসংখ্যান দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যায় দৈনিক হারের পরিস্থিতি একই থাকলেও, মৃতের সংখ্যা খানিকটা কমেছে বলে দেখা যাচ্ছে।উল্লেখ্য়, উৎসবের মরশুমে একমাত্র স্বস্তির বার্তা হল, গতকালের তুলনায় এদিন কমে গিয়েছে করোনার হার। গতকালের দৈনিক আক্রান্তের সংখ্য়ার তুলনায় এদিনের আক্রান্তের সংখ্যা ১.২ শতাংশ কমতির দিকে গিয়েছে।

এদিকে, দেশের যে ৫ টি রাজ্যে করোনা ভয়াবহ আকার নিয়েছে, তারমধ্যে রয়েছে কেরল। দেশে এখনও কেরলেই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে। গত২৪ ঘণ্টাতে কেরলে করোনা আক্রান্তের সংখ্য়া ৭,৫৪৫ জন রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় শুধুমাক্র কেরলেই করোনার জেরে প্রাণ হারিয়েছেন ১৩৬ জন।

এদিকে উদ্বেগের পরিমাণ কিছু কম নেই কেরলের পার্শ্ববর্তী তামিলনাড়ুতে। সেখানে শেষ ২৪ ঘণ্টায় ৯৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে দক্ষিণের রাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশ। সেখানে আক্রান্তের সংখ্যা ৩০১।

পরবর্তী স্থানে রয়েছে কর্ণাটক আক্রান্তের সংখ্যা ২৬১ জন।এদিকে, কোভিডের পরিসংখ্যানে খানিকটা স্বস্তি দিচ্ছে উত্তর ও পশ্চিম ভারত। রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশে শেষ ২৪ ঘণ্টায় কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি। এদিকে, মিজোরামে শেষ ২৪ ঘণ্টায় ৫০৮ জন করোনা আক্রান্ত।

ছোট রাজ্যগুলিতে কোভিডে মৃতের সংখ্যা বেশ তাৎপর্যপূর্ণ দিকে যেতে শুরু করেছে। এদিকে, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলিতে করোনা পরিস্থিতির সমস্ত দিক খতিয়ে দেখা হবে, বলে জানা গিয়েছ।

। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডিয়া এই তিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে কোভিড বিষয়ে পর্যালোচনায় বসছেন বলে জানা গিয়েছে।এদিকে, পরিসংখ্যান অনুযায়ী, দেশে এপর্যন্ত ৩ কোটি ২৪ হাজার ৯৫৯ জন করোনা কাটিয়ে উঠেছেন। অ্যাক্টিভ কেস রয়েছে ১৪ ৮৯ ২২ জনের।

মৃত্যু হয়েছে মোট ৪৫৯৮৭৩ জনের। দেশে মোট ভ্যাকসিনেশন হয়েছে ১,০৭,৭০,৪৬,১১৬ জনের। এর জেরেই বোঝা যাচ্ছে যে , ভারতে করোনা পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে।

উল্লেখ্য়, দ্বিতীয় স্রোতের পর এবার ভারতে তৃতীয় স্রোতের আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। ইতিমধ্যেই ইউরোপের দেশগুলিতে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবার ভারতে করোনা কোনপছে যায় সেদিকে তাকিয়ে সমস্ত মহল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *