ব্যুরো রিপোর্ট: আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বাংলার দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমে যাওয়ার স্বাভাবিক কারণেই তাপমাত্রা কিছুটা বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর ।
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ অক্টোবর বুধবার সকালের কোচবিহার এবং আলিপুরদুয়ারকে বাদ দিলে কোনও জেলারই কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন থেকেই আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কেননা যে নিম্নচাপ ছিল তা দুর্বল হয়ে গিয়েছে। বর্তমানে একটি ঘূর্ণাবর্ত হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে। তবে দিন কয়েকের মধ্যে দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ অক্টোবর বুধবার সকালের মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ দিলে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস নেই। তবে এখনও বর্ষা বিদায় না হওয়ায় কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও।এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৩.৮)
বালুরঘাট (২৫.৪)
বাঁকুড়া (২৫.১)
ব্যারাকপুর (২৬)
বহরমপুর (২৪.৮)
বর্ধমান (২৪)
ক্যানিং (২৬)
কোচবিহার (২৪.৬)
দার্জিলিং (১৪.৪)
দিঘা (২৫.৮)
কলকাতা (২৬.৬)
মালদহ (২৫.৩)
পানাগড় (২৪.৫)
পুরুলিয়া (২৩.৫)
শিলিগুড়ি (২৪.২)
শ্রীনিকেতন (২৪.৪)
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল ৬ অক্টোবর উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। পরবর্তী সময়ে দেখে গিয়েছে বর্ষা বিদায় নেওয়ার স্বপক্ষে আবহাওয়া ক্রমেই অনুকূল হচ্ছে। অন্যদিকে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় শাহিন শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
তা এই মুহূর্তে ওমান এবং সংযুক্ত আরব আমীর শাহির ওপরে অবস্থান করছে।একটি ঘূর্ণাবর্ত তামিলনাড়ুর উপকূল এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে। এছাড়াও অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আরব সাগরে। আগামী ২-৩ দিন এটি অবস্থান করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এই পরিস্থিতির জেলে ৬ অক্টোবরের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, কেরল, উপকূল কর্নাটকে। ৫ অক্টোবর অতি প্রবল বৃষ্টি হতে পারে কেরলে। ৮ অক্টোবরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ কোঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে।