ব্যুরো রিপোর্ট: টি ২০ বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে লজ্জার পরাজয়ের পর অবশেষে তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখল ভারত। আফগানিস্তানকে হারাল ৬৬ রানে। রোহিত শর্মাকে তিনে নামিয়ে ওপেনিং জুটি ভাঙা যে ভুল হয়েছিল তা এদিন স্পষ্ট করে দেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা।
ওপেনিং জুটিতে ভেঙে দেন টি ২০ বিশ্বকাপে বীরেন্দ্র শেহওয়াগ ও গৌতম গম্ভীরের ১৪ বছরের পুরানো রেকর্ড। রবিচন্দ্রন অশ্বিনকেও বসিয়ে রাখা হচ্ছিল। প্রথম দুই ম্যাচে ভারতীয় বোলাররা দুটির বেশি উইকেট তুলতে পারেননি। দুটিই পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ, স্পিনাররা উইকেট পাননি।
২০১৭ সালের পর আজ সাদা বলের ক্রিকেটে দেশের হয়ে খেলতে নেমে ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন। মহম্মদ শামি পেলেন তিন উইকেট।জয়ের জন্য ২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি এগোতে পারেনি আফগানিস্তান।
তৃতীয় ওভারের শেষ ও চতুর্থ ওভারের প্রথম, পরপর দুই বলে ১৩ রানের মাথায় ফিরেছিলেন দুই ওপেনার মহম্মদ শাহজাদ (০) ও হজরতুল্লাহ জাজাই (১৩)। শাহজাদকে আউট করেন মহম্মদ শামি, বুমরাহ তুলে নেন জাজাইয়ের উইকেট। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে আফগানদের স্কোর ছিল ২ উইকেটে ৪৭।
এরপর রহমানুল্লাহ গুরবাজ ১৯ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন। গুলবদিন নঈব (১৮) ও নাজিবুল্লাহ জারদান (১১)-কে আউট করেন অশ্বিন। ১১.৫ ওভারে ৬৯ রানের মধ্যে পড়ে পঞ্চম উইকেট।
এরপর জয়ের সম্ভাবনা না থাকলেও নেট রান রেটের কথা মাথায় রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন করিম জানাত ও অধিনায়ক মহম্মদ নবি।নাটকীয় ১৯তম ওভারে দুটি উইকেট তুলে নেন মহম্মদ শামি। প্রথম বলে তিনি নবি-জানাতের জুটি ভাঙেন।
দুটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩২ বলে ৩৫ রান করে ফেরেন নবি। আফগানিস্তানের ষষ্ঠ উইকেটটি পড়ে ১২৬ রানে। পরের বলেই রবীন্দ্র জাদেজা ক্যাচ ধরায় জানাতকে আউট দেন আম্পায়ার, কিন্তু রিপ্লেতে দেখা যায় বল মাটি স্পর্শ করেছিল। ফলে জীবন পান জানাত। কিন্তু এর পরের বলেই হার্দিক পাণ্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন রশিদ খান।
তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে ২২ বলে ৪২ করে অপরাজিত থাকেন করিম জানাত। হার্দিক পাণ্ডিয়া ২ ওভার বল করে ২৩ রান খরচ করেন। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ভারত চলতি বিশ্বকাপের সর্বাধিক এবং টি ২০ বিশ্বকাপের ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বাধিক রান তোলে। ২০ ওভারে ২ উইকেটে ২১০ রান। সর্বাধিক ৭৪ রান করেন রোহিত শর্মা।
লোকেশ রাহুল ৬৯ করে আউট হন। ১৩ বলে ৩৫ করে অপরাজিত থাকেন হার্দিক পাণ্ডিয়া, সমসংখ্যক বলে ২৭ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্থ। গুলবদিন নঈব ও করিম জানাত নেন একটি করে উইকেট।এই জয়ের সুবাদে ভারতের তিন ম্যাচে হল ২ পয়েন্ট, নেট রান রেট ০.০৭৩।
৪ ম্য়াচে ৪ পয়েন্ট আফগানিস্তানের, নেট রান রেট কমে হল ১.৪৮১, তবে মহম্মদ নবির দলই রইল দ্বিতীয় স্থানে। তিনে নিউজিল্যান্ড, কিউয়িদের ৩ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট ০.৮১৬। ভারত রয়েছে চারে। পাকিস্তান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেমিফাইনালে।
ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে যে কোনও একটি দল যাবে শেষ চারে। শুক্রবার শারজায় নামিবিয়া-নিউজিল্যান্ড ম্যাচের পর দুবাইয়ে শুরু হবে ভারত-স্কটল্যান্ড ম্যাচ। রবিবার আবু ধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড যদি নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে সোমবারের ভারত-নামিবিয়া ম্যাচ হয়ে দাঁড়াবে নিয়মকরক্ষার। নিউজিল্যান্ড যদি আফগানিস্তানের কাছে হারে এবং ভারত বাকি দুটি ম্যাচ জেতে তাহলে তিন দলের ৬ পয়েন্ট হবে।
সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হারলে ভারত হিসেব কষে নামিবিয়া ম্যাচ খেলতে পারবে। তবে বিরাট কোহলিদের জিততে হবে বড় ব্যবধানেই।