আফগান মাটি যেন কোনও দেশের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার না করা হয়, রাষ্ট্রসংঘে স্পষ্ট বার্তা ভারতের

আফগান মাটি যেন কোনও দেশের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার না করা হয়, রাষ্ট্রসংঘে স্পষ্ট বার্তা ভারতের

ব্যুরো রিপোর্ট:  আফগানিস্তান নিয়ে প্রধানমন্ত্রী মোদী এর আগেই অবস্থান স্পষ্ট করেছেন। এরপর এদিন রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে ভারতের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তালিবানি শাসন ঘিরে।

যে তালিবান ২০ বছর আগে আফগানিস্তানে কার্যত নারকীয় অত্যাচার চালিয়েছে, যে তালিবান প্রশাসনের বর্তমান সরকারে একাধিক সন্ত্রাসবাদী নেতা রয়েছে , সেই তালিবানি শাসনকে টার্গেট করে এদিন কার্যত চিন,

পাকিস্তানকে একহাত নিয়েছে ভারত।রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি কার্যত পাকিস্তানকে টার্গেট করে আফগানিস্তানে তালিবানি শাসন নিয়ে জোরদার বার্তা দিয়েছেন।

তিনি বৃহস্পতিবারের বৈঠকে সাফ জানান যে আফগানিস্তানের মাটি যেন অন্যকোনও দেশকে হুমকি ও বা আক্রমণের জন্য ব্যবহার করা না হয়। এমনকি আফগানিস্তানে যেন জঙ্গিদের প্রশিক্ষণও দেওয়া না হয়।

সাফ কথায় ভারত জানিয়েছেন তালিবান যেন কোনও সন্ত্রাসি সংগঠনকে আর্থিক সাহায্য দিয়ে সেদেশের মাটিতে জঙ্গি শিবিরে পরিণত না করে সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। তিরুমূর্তির বক্তব্যে এদিন ভারত জানিয়ে দেয় যে,

আফগানিস্তান এখনও খুব ভঙ্গুর অবস্থায় রয়েছে। সেদেশের পরিস্থিতি ভারতের জন্য একটি উদ্বেগের বিষয়।এর আগে তালিবানের তরফে জানানো হয়েছে, আফগানিস্তান নাগরিকরা বিশ্বের যে কোনও জায়গায় যেতে চাইলে তা বাধাহীনভাবে যেতে পারবেন।

সেই প্রতিশ্রুতি সহ ২০ বছর বাদে আফগান মুলুকে মসনদে ফিরে আসা তালিবানকে নিয়ে একাধিক বার্তা দিয়েছে দিল্লি। রাষ্ট্রসংঘের মঞ্চে টি এস তিরুমূর্তি জানিয়েছেন, সিকিউরিটি কাউন্সিল রেজোলিউশন ২৫৯৩ যেন তালিবানের পূর্ব প্রতিশ্রুতির দিকে নজর দেয়।এদিন টি এস তিরুমূর্তি জানান,

আফগানিস্তানের ৫০০ টির মতো প্রজেক্ট রয়েছে সেদেশের ৩৪ টি প্রভিন্সে । তিনি জানান আফগানিস্তানের উন্নয়নে চিরকালই সচেষ্ট থেকে ভারত। সেদেশের নাগরিকদের উন্নয়ন ও সুষ্ঠু জীবনযাপনে ভারত, রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা,

কৃষি, বিদ্যুৎ সহ একাধিক পরিকাছামো গঠনে বিভিন্ন ধরনের সমর্থন যুগিয়েছে। আর তা এছাড়াও মানবিক দিক থেকে গত বছরই ৭৫০০০ মেট্রিক টন গম আফগানিস্তানকে দিয়েছে ভারত। আর এইভাবে আফগানিস্তানের উন্নয়নের সঙ্গী চিরকালই ভারত থাকতে চায় বলেও জানিয়েছে।

এদিকে, আফগানিস্তানের একটা বড় অংশ দখল করলেও পঞ্জশির দখল করতে পারেনি তালিবান। যদিও তালিবানের দাবি পঞ্জশিরের গর্ভন্র অফিস থেকে শুরু করে বিরেধী ফোর্স নেতা মাসুদের বাড়ি তারা দখল করে নিয়েছে তবে কয়েকদিন আগেই মাসুদ বাহিনী জানান দিয়েছে তাদের হামলায় বহু তালিবানি সৈন্য মারা গিয়েছে।

এছাড়াও মঙ্গলবার ভোর রাতে আফগানিস্তানে পাঞ্জশিরের আকাশে এক যুদ্ধবিমান দেখা যায়। তা কাদের , না জানা গেলেও, সেই বিমান এক লহমায় বহু তালিবকে টার্গেট করে হত্যা করেছে বলে খবর।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *