রিপোর্ট- শেখ এনায়েত: আজ বিশ্বআদিবাসী দিবস উপলক্ষ্যে বেহালা পশ্চিম এর ১২৯ ওয়ার্ড এ আদিবাসী দের একটি অনুষ্ঠান উদবোধন করলেন শিল্প মন্ত্রী পার্থ চ্যাটার্জি।
এসে বললেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়া মূল লক্ষ্য.** ত্রিপুরা তে যেটা হয়েছে তা নিন্দনীয় বর্বচিত, এই আক্রমন এর প্রতিবাদ হবে।
লাঠি সোডা নিয়ে আক্রমণ করে গণতন্ত্র কে হত্যা করতে যারা চাইছে ত্রিপুরা বাসি তাঁদের সাথে নেই। আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা ওখানে গিয়ে প্রমান করেছে, জীবন দেবো কিন্তু গণতন্ত্র কে বিকিয়ে দেওয়া যাবেনা।
বিজেপি ভয় পাচ্ছে নাহলে কেনো অভিষেক এর গাড়িতে আক্রমণ করলো, দেবাংশু জয়া কে কেনো আক্রমণ করলো। ত্রিপুরা তে বিজেপি এর শেষ সময় শুরু. এই আন্দোলন কে সুদৃঢ় করার জন্য আমার ও অংশ নেবো ও এই আন্দোলন জারি থাকবে.