ওয়েব ডেস্ক; : মরিশাস সফর শেষ করল আইএনএস ইম্ফল। ১৪ মার্চ জাহাজটি পোর্ট লুই ত্যাগ করে। ৫৭তম মরিশাস জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এই জাহাজটিকে সেখানে পাঠানো হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সফরকালে বেশ কয়েকটি পেশাগত আলোচনা এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে কথা হয়। ১২ মার্চ মরিশাস জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এই জাহাজ পরিদর্শনের জন্য সর্বসাধারণের উদ্দেশে খুলে দেওয়া হয়। ১৩০০-র বেশি মানুষ এটি পরিদর্শন করেন।
জাহাজের কর্মীরা পোর্ট লুইয়ে মরিশাস পুলিশ এবং এনসিজি সদর কার্যালয় সহ বেশ কিছু সামরিক প্রতিষ্ঠান ঘুরে দেখেন। জাহাজের কম্যান্ডিং অফিসার ক্যাপ্টেন কমল কে চৌধুরী মরিশাস সরকারের পদস্থ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।