ব্যুরো রিপোর্ট: আগে একাধিকবার বললেন সুন্দরবনকে পৃথক জেলা করা হয়ে ওঠেনি। এবার সেই কাজ দ্রুত করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, সুন্দরবনের মানচিত্র আগেই তৈরি করে দিয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আলাদা জেলা হলে সেখানকার মানুষ কিছু সুযোগ সুবিধা বেশি পাবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে সুন্দরবনে পৃথক পুলিশ জেলা রয়েছে।