আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব

আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব

রিপোর্ট -দেবাঞ্জন রায়: মুম্বাই আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব মিফ এর পুরস্কার পাওয়া ছবিগুলি নিয়ে ফিল্মস ডিভিশন ও সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট এস আর এফ টি আই এর যৌথ উদ্যোগে আগামী ১১ আগস্ট কলকাতায় শুরু হচ্ছে এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

তিনদিনের এই উৎসবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালী, ফ্যারো আইল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানী ও ভারতের ছবি দেখানো হবে এসআরএফটিআই প্রেক্ষাগৃহে। ২০২০ ও ২০২২ – এ মিফ – এ যেসব ছবি পুরস্কার লাভ করেছে,

সেইরকম ২২টি স্বল্প দৈর্ঘ্যের, তথ্যচিত্র ও অ্যানিমেশন ছবি “মিফ ইন ক্যালকাটা” নামের এই উৎসবে প্রদর্শিত হবে। উৎসবের সমাপ্তি হবে আগামী ১৩ই আগস্ট, বিশিষ্ট চলচ্চিত্রকার নাগরাজ মঞ্জুলে-র ‘অ্যান এসে ইন রেন’ ছবিটি দিয়ে।

উল্লেখ করা যেতে পারে যে, ফিল্মস ডিভিশন আয়োজিত মুম্বাই চলচ্চিত্র উৎসব বিশ্বের অন্যান্য সেরা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব, বার্লিন, লাইপজিগ, ওবেরহাউসেন ও ক্রাকাও ইত্যাদির সঙ্গেই একই সারিতে বিবেচিত হয়। তবে, পুরস্কারের অর্থমূল্যের নিরিখে তার কৌলীন্য অনেক বেশি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *