ব্যুরো রিপোর্ট: ইনস্টাগ্রামে কখনও বলিউড ছবির সংলাপ, আবার কখনও হিন্দি গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তানজানিয়ার কিলি পল।
তিনি এখন ‘ইন্টারনেট সেনসেশন কিলি পল’ নামে পরিচিত। তাঁকে সম্মানিত করেছে তাজানিয়ার ভারতীয় কমিশনও। আর সেই কিলি পলের উপর এবার হামলার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে।
সূত্রের খবর পাঁচ জন অজ্ঞাআত পরিচয় ব্যক্ততি কিলি পলের উপরর হামলা করে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
তাঁকে মারার বিষয়টি নেটমাধ্যমে জানিয়েছেন কিলি। জানা গিয়েছে, পাঁচটা সেলাইও পড়েছে তাঁর। স্ট্রেচারে শুয়ে থাকার ছবি ইতিমধ্যে নেটমাধ্যমে দিয়েছেন কিলি পল।
এর সঙ্গে তিনি লিখেছেন, ‘মানুষজন যতই আমাকে নীচে নামানোর চেষ্টা করেন, ঈশ্বর ততই আমাকে ওপরে তোলার চেষ্টা করেন’
সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘আমার জন্য প্রার্থনা করুন ‘ আমার ডান হাত এবং পায়ের আঙ্গুল এই ঘটনায় গুরুতর জখম হয়েছে’