IPL 2021 : টি২০ বিশ্বকাপে ভারতের সফলতা নিয়ে আশাবাদী বিসিসিআই সচিব, কেন জেনে নিন

IPL 2021 : টি২০ বিশ্বকাপে ভারতের সফলতা নিয়ে আশাবাদী বিসিসিআই সচিব, কেন জেনে নিন

ব্যুরো রিপোর্ট:  সংযুক্ত আরব আমিরশাহীতে জোরকদমে চলছে আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্ব। তা শেষ হলেই একই দেশ শুরু হবে টি২০ বিশ্বকাপ। ভারতের থেকে প্রতিযোগিতায় অংশ নিতে চলা ১৫ জন ক্রিকেটার চলতি আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে চলেছেন।

কেউ সফল হচ্ছেন, কেউ বা ব্যর্থ। তবু চলতি টুর্নামেন্টের মাধ্যমেই আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেটাররা সেরা প্রস্তুতি পাচ্ছেন বলে মনে করেন বিসিসিআই সচিব জয় শাহ।আগামী ১৫ অক্টোবর শেষ হচ্ছে আইপিএল।

এর দুই দিন পরে অর্থাৎ ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। সাত দিন পরে অর্থাৎ ২৪ অক্টোবর অভিযান শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। প্রথম ম্যাচেই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলিরা।

৩১ অক্টোবর টি২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। ওইদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। ৩ ও ৫ নভেম্বর গ্রুপ পর্বের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলবে মেন ইন ব্লু। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের।

টুর্নামেন্টের রাউন্ড ওয়ানের বি গ্রুপের এক নম্বর দলের বিরুদ্ধে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। রাউন্ড ওয়ানের এ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের সঙ্গে মোকাবিলায় নামবে টিম ইন্ডিয়া।

টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের সফলতা নিয়ে আশাবাদী বিসিসিআই সচিব জয় শাহ। তার মতে, চলতি আইপিএলে যে পরিমাণ ম্যাচ প্র্যাকটিস বিরাট কোহলি, রোহিত শর্মারা পাচ্ছেন, তা নিজেদের টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে যথেষ্টর থেকেও বেশি।

চলতি আইপিএলে আট দল এবং ক্রিকেটারদের মধ্যে তুল্যমূল্য লড়াই দেখেও মুগ্ধ হয়েছেন জয়। তাঁর কথায়, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার আবহে চলছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট। চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস ছাড়া বাকি দলগুলির মধ্যে প্লে-অফে পৌঁছনোর লড়াই হাড্ডাহাড্ডি।

তা টুর্নামেন্টের আকর্ষণ আরও বাড়িয়েছে বলে দাবি জয় শাহের।আর কয়েকদিন চলতি আইপিএলের প্লে-অফ পর্ব শুরু হতে চলেছে। সেখানেও চার দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হচ্ছে। উল্লেখ্য চলতি বছরের এপ্রিলে ভারতেই শুরু হয়েছিল এই আইপিএল।

তখন দেশের সব রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশেন বিসিসিআই-কে সাহায্য করতে এগিয়ে এসেছিল। তার প্রতিদান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সচিবকে চলতি টুর্নামেন্টের কোয়ালিফায়ার টু এবং ফাইনাল দেখার জন্য দুবাইতে আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআই সচিব। এ ব্যাপারে প্রত্যেককে চিঠি লিখেছেন জয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *