IPL 2021: বিরাট ১০ হাজার ক্লাবে প্রবেশের মুখে! টি ২০-তে কোহলির রানের বিস্তারিত পরিসংখ্যান

IPL 2021: বিরাট ১০ হাজার ক্লাবে প্রবেশের মুখে! টি ২০-তে কোহলির রানের বিস্তারিত পরিসংখ্যান

ব্যুরো রিপোর্ট:  আইপিএলে ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে আজ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছেন বিরাট কোহলি। এই ম্যাচেই তিনি গড়তে পারেন এক নয়া নজির। আর মাত্র ১৩ রান করলেই প্রথম ভারতীয় এবং বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে কিং কোহলি টি ২০ ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন।

চেন্নাই সুপার কিংস ম্যাচে তিনি এই মাইলস্টোন থেকে ৬৬ রান দূরে ছিলেন। সেই ম্যাচে ঝকঝকে ৫৩ রান করলেও ১০ হাজার ক্লাবে প্রবেশ করতে পারেননি। আজ এই রেকর্ডের দিকে নজর বিরাট-ভক্তদের।টি ২০ ক্রিকেটে বিরাট আজ অবধি ৩১৩টি ম্যাচ খেলেছেন। ২৯৮টি ইনিংসে তাঁর রান ৯৯৮৭। ৫৮ বার অপরাজিত থেকেছেন।

সর্বাধিক রান ১১৩। গড় ৪১.৬১। স্ট্রাইক রেট ১৩৩.৯২। পাঁচটি শতরান ও ৭৩টি অর্ধশতরান রয়েছে। ৮৮৬টি চার ও ৩১৬টি ছক্কা হাঁকিয়েছেন। ক্যাচ ধরেছেন ১৩৭টি। টি ২০-তে তাঁর ৮টি উইকেটও রয়েছে, সেরা বোলিং ২৫ রানের বিনিময়ে ২ উইকেট।বিরাট কোহলি ৯০টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন।

৮৪টি ইনিংসে ২৪ বার অপরাজিত থেকে করেছেন ৩১৫৯ রান। সর্বাধিক অপরাজিত ৯৪। গড় ৫২.৬৫, স্ট্রাইক রেট ১৩৯.০৪। ২৮টি অর্ধশতরান করেছেন, ১০ বার শূন্য রানে ফিরেছেন। ২৮৫টি চার ও ৯০টি ছয় মেরেছেন। ক্যাচ ধরেছেন ৪২টি। চারটি উইকেট পেয়েছেন, সেরা বোলিং ১৩ রানের বিনিময়ে ১ উইকেট।

টি ২০ আন্তর্জাতিকে বিরাট সবচেয়ে বেশি ১৯টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ৭১৮ রান করেছেন, সর্বাধিক ৯০। অজিদের বিরুদ্ধে টি ২০-তে সাতটি অর্ধশতরান রয়েছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭টি টি ২০ আন্তর্জাতিকে ৫৭৭ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ৮০।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি চারটি হাফ সেঞ্চুরি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২টি ম্য়াচে বিরাটের রান ৫০১, সর্বাধিক অপরাজিত ৯৪। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০টি ম্যাচে ২৫৪ রান করেছেন বিরাট, সর্বাধিক অপরাজিত ৭২।

প্রোটিয়াদের বিরুদ্ধে বিরাট ২টি অর্ধশতরান করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭টি ম্যাচে ৪টিতেই হাফ সেঞ্চুরি করেছেন, মোট রান ৩৩৯, সর্বাধিক ৮২।২০১৭ সাল থেকে ভারত অধিনায়ক হিসেবে ৪৫টি টি ২০ আন্তর্জাতিকে বিরাট ১৫০২ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৯৪। গড় ৪৮.৪৫। স্ট্রাইক রেট ১৪৩.১৮।

১২টি অর্ধশতরান রয়েছে। অন্যের অধিনায়কত্বেও দেশের হয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন বিরাট। রান ১৬৫৭, সর্বাধিক অপরাজিত ৯০। গড় ৫৭.১৩, স্ট্রাইক রেট ১৩৫.৪৮, ১৬টি অর্ধশতরান রয়েছে। তিন নম্বর পজিশনেই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। টি ২০ আন্তর্জাতিকে এখনও অবধি বিশ্বে সবচেয়ে বেশি রানের মালিক বিরাটই।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে ২০১টি ম্যাচে ৩১ বার অপরাজিত থেকে ৬১৩৪ রান করেছেন। সর্বাধিক ১১৩। গড় ৩৭.৮৬, স্ট্রাইক রেট ১৩০.৩৯। পাঁচটি শতরান ও ৪১টি অর্ধশতরান করেছেন। ৫৩১টি চার ও ২০৬টি ছক্কা মেরেছেন বিরাট।

চলতি আইপিএলে ৯টি ম্যাচে ১ বার অপরাজিত থেকে ২৫৬ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৭২। গড় ৩২, স্ট্রাইক রেট ১২৩.০৭। ২টি অর্ধশতরান রয়েছে। ২০১৩ সাল থেকে আরসিবিকে নেতৃত্ব দিচ্ছেন। বিরাটের সেরা আইপিএল মরশুম গিয়েছে ২০১৬ সালে। সেবার ১৬টি ম্যাচে ৪ বার অপরাজিত থেকে ৯৭৩ রান করেছিলেন।

সর্বাধিক ১১৩। গড় ছিল ৮১.০৮, স্ট্রাইক রেট ১৫২.০৩। চারটি শতরান ও সাতটি হাফ সেঞ্চুরি করেছিলেন। এ ছাড়া ২০১৯ সালে বিরাট একটি আইপিএল শতরান করেছিলেন। ২০১৩ সালের আইপিএলে ১৬ ম্যাচে ৬টি হাফ সেঞ্চুরি-সহ ৬৩৪ রান করেছিলেন, সর্বাধিক ৯৯। ২০১১ সালে ১৬ ম্যাচে বিরাট ৫৫৭ রান করেছিলেন, সর্বাধিক ৭১।

২০১৮ সালে ১৪ ম্যাচে তিনবার অপরাজিত থেকে ৫৩০ রান করেন, সর্বাধিক অপরাজিত ৯২। ২০১১, ২০১৭ ও ২০১৮ সালে আইপিএলে বিরাট চারটি করে অর্ধশতরান পূর্ণ করেন।টি ২০ কেরিয়ারে ১৩ রান করলে বিরাট ১০ হাজার ক্লাবে প্রবেশ করবেন প্রথম ভারতীয় হিসেবে।

এর আগে এই নজির রয়েছে ক্রিস গেইল, কায়রন পোলার্ড, শোয়েব মালিক ও ডেভিড ওয়ার্নারের। গেইল ৪৪৭টি ম্যাচে ৪৩৯টি ইনিংসে ৫২ বার অপরাজিত থেকে ১৪২৭৫ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১৭৫। গড় ৩৬.৮৮, স্ট্রাইক রেট ১৪৫.৭৬। ২২টি শতরান ও ৮৭টি অর্ধশতরান করেছেন। চার মেরেছেন ১১০৫টি, ছক্কা ১০৪২টি।

শূন্যে আউট হয়েছেন ৩০ বার। কায়রন পোলার্ড ৫৬৩টি টি ২০ ম্যাচে ৪৯৯টি ইনিংসে ১৪৬ বার অপরাজিত থেকে ১১১৯৫ রান করেছেন। সর্বাধিক ১০৪। গড় ৩১.৭১, স্ট্রাইক রেট ১৫২.৮৫। একটি শতরান ও ৫৬টি অর্ধশতরান রয়েছে। ২০বার শূন্যে আউট হয়েছেন, ৭০৭টি চার ও ৭৫৭টি ছয় মেরেছেন।

শোয়েব মালিক খেলেছেন ৪৩৬টি টি ২০ ম্যাচ, ৪০৭টি ইনিংসে ১০৮ বার অপরাজিত থেকে তিনি রান করেছেন ১০৮০৮, সর্বাধিক অপরাজিত ৯৫। গড় ৩৬.১৪, স্ট্রাইক রেট ১২৫.৭৯। ৬৬টি অর্ধশতরান করেছেন, শূন্যে আউট ১৭ বার। মালিক টি ২০-তে ৮৪৪টি চার ও ৩২৬টি ছক্কা হাঁকিয়েছেন।

ডেভিড ওয়ার্নার রয়েছেন বিরাটের আগেই। ৩০৬টি ম্যাচে ৩০৫ ইনিংসে ৩৮ বার অপরাজিত থেকে ওয়ার্নার ১০০১৯ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১৩৫। গড় ৩৭.৫২, স্ট্রাইক রেট ১৪০.৭১। আটটি শতরান ও ৮২টি অর্ধশতরান রয়েছে, শূন্যে আউট ১৯ বার। ৯৭৩টি চার ও ৩৭৯টি ছক্কা মেরেছেন।

তবে আইপিএলের দ্বিতীয়ার্ধে দুটি ম্যাচেই ব্যর্থ ওয়ার্নার। সানরাইজার্স আইপিএল থেকে ছিটকে যাওয়ায় তিনি জায়গা ধরে রাখতে পারবেন কিনা স্পষ্ট নয়। বরং বিরাট আগের ম্যাচে ফর্মে ফিরেছেন। ঠিকঠাক চললে টি ২০-তে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় আজ, কিংবা খুব বেশি হলে পরের ম্যাচেই ডেভিড ওয়ার্নারকে টপকে যাবেন আরসিবি অধিনায়ক।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *