IPL 2021 : রাহুল থেকে ওয়ার্নার, হায়দরাবাদ বনাম পাঞ্জাব যুদ্ধে কে কোন রেকর্ডের দরজায় দাঁড়িয়ে

IPL 2021 : রাহুল থেকে ওয়ার্নার, হায়দরাবাদ বনাম পাঞ্জাব যুদ্ধে কে কোন রেকর্ডের দরজায় দাঁড়িয়ে

ব্যুরো রিপোর্ট:  আজ সন্ধ্যায় চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে দুই দলের জন্যই এই ম্যাচ মাস্ট উইন গোত্রের।

ফলে আজ পাঞ্জাব ও হায়দরাবাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। শেষ হাসি কারা হাসে, তা তো সময় বলবে। তার দেখে নেওয়া যাক এই ম্যাচে রেকর্ডের দরজায় দাঁড়িয়ে থাকবেন কোন কোন ক্রিকেটার।

ইনফর্ম কেএল রাহুল আজকের ম্যাচেও পাঞ্জাব কিংসের জার্সিতে ভালো ব্যাটিং করবেন বলে আশা ক্রিকেট প্রেমীদের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজকের ম্যাচে ২টি ছক্কা হাঁকালেই এক অনন্য ক্লাবে প্রবেশ পাঞ্জাবের অধিনায়ক।

প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে সংশ্লিষ্ট দলের হয়ে মোট ১০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড থাকবে কেএল রাহুলের ঝুলিতে। অন্যদিকে মায়াঙ্ক আগরওয়ালও দাঁড়িয়ে রয়েছেন এক অনন্য ক্লাবে প্রবেশের দোরগোড়ায়।

আজকের ম্যাচে আর তিনটি ছক্কা হাঁকাতে পারলে নজির গড়বেন ডান হাতি ওপেনার। আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে ৫০টি ছক্কা হাঁকানো হয়ে যাবে তাঁর।দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে শূন্যতে আউট হতে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ ওপেনারের ব্যাট থেকে বড় ইনিংস আশা করছেন ক্রিকেট প্রেমীরা। আজ অন্তত ৫৩ রান করতে হবে অজি ওপেনারকে। তাহলে প্রথম অস্ট্রেলীয় হিসেবে আইপিএলে ৫৫০০ রান পূর্ণ হবে ওয়ার্নারের।

একই দিনে দুই রেকর্ডের মালিক হওয়ার সুযোগ পাবেন ক্রিস গেইল। আজকের ম্যাচে আটটি ছক্কা হাঁকাতে পারলে পাঞ্জাব কিংসের জার্সিতে সেঞ্চুরি পূর্ণ করবেন ইউনিভার্স বস। তা করতে পারলে টুর্নামেন্টে প্রথম ক্রিকেটার হিসেবে দুই দলের হয়ে ১০০টি ছক্কা হাঁকানোর অনন্য নজির গড়বেন গেইল।

আরসিবি-র জার্সিতে ২৩৯টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড। আজ ৫০ রান হাঁকাতে পারলে সপ্তম ব্যাটার হিসেবে আইপিএলে ৫০০০ পূর্ণ হবে ক্রিস গেইলের।আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৫০ উইকেট নিতে সিদ্ধার্থ কৌলের আর দুই জন ব্যাটারকে সাজঘরে ফেরানো প্রয়োজন।

টি২০তে ৫০ উইকেট নিতে আর দুই ব্যাটারকে আউট করতে শাহবাজ নাদিমকে। আইপিএলে এক অনন্য ক্লাবের প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন মনীশ পাণ্ডে। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটার আর ২২ রান করলে ৩৫০০-র ঘরে প্রবেশ করবেন।

৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার সপ্তম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। ৮ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান সানরাইজার্স হায়দরাবাদ। ফলে দুই দলের কাছেই আজকের ম্যাচ অস্তিত্ব রক্ষার লড়াই হতে চলেছে বলা চলে। শাহজাহ ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *