IPL 2023: ফিনিশার রিঙ্কুর নামে জয়ধ্বনি রাসেলের সঙ্গে, উচ্ছ্বসিত নীতীশ! কেকেআরের টিম হোটেলে সেলিব্রেশন

IPL 2023: ফিনিশার রিঙ্কুর নামে জয়ধ্বনি রাসেলের সঙ্গে, উচ্ছ্বসিত নীতীশ! কেকেআরের টিম হোটেলে সেলিব্রেশন

ব্যুরো রিপোর্ট: রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সে চলতি মরশুমের সেরা প্রাপ্তি। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেললেন ১০ বলে অপরাজিত ২১ রানের ইনিংস। শেষ বলে যখন ২ রান দরকার, অর্শদীপ সিংকে বাউন্ডারির বাইরে পাঠালেন। কেকেআর ভেসে রইল প্লে অফের দৌড়ে।২০১৮ সালে কেকেআর রিঙ্কুকে নিয়েছিল ৮০ লক্ষ টাকায়।

এরপর ক্রমাগত উন্নতি করেছেন। এবারের আইপিএলে রিঙ্কু অন্যতম সেরা ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ আন্দ্রে রাসেল থেকে নীতীশ রানা।ইডেনে কেকেআরকে জিতিয়ে রিঙ্কু বলেন, শেষ বল নিয়ে কিছুই ভাবিনি। যখন পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরেছিলাম তখনও তেমন কিছু ভাবনাচিন্তা করিনি।

শেষ বল খেলার আগে শুধু মাথায় ছিল যদি অন্তত দৌড়তে পারি তাহলেও ম্যাচ টাই হবে। ৫ থেকে ৭ নম্বরের মধ্যে নামেন বলে সেটা মাথায় রেখে সিচুয়েশন প্র্যাকটিসের সুফল পাচ্ছেন রিঙ্কু।মোহালিতে পাঞ্জাব ম্যাচে ৪ রানে আউট হন। ইডেনে আরসিবির বিরুদ্ধে ৩৩ বলে ৪৬ রান করার পর আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ জেতান ২১ বলে ৪৮ রানে অপরাজিত থেকে।

ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩১ বলে অপরাজিত ৫৮ রান করেছিলেন। ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে করেন ৩৩ বলে অপরাজিত ৫৩।হায়দরাবাদে রিঙ্কু খেলেন ৩৫ বলে ৪৬ রানের ইনিংস, যা দলের মধ্যেও সর্বাধিক। এবার ১১টি ম্যাচে রিঙ্কু ২টি হাফ সেঞ্চুরি-সহ ৫ বার অপরাজিত থেকে ৩৩৭ রান করেছেন।

গড় ৫৬.১৭, স্ট্রাইক রেট ১৫১.১২। ২০১৮ সালে ৪ ম্যাচে ২৯, ২০১৯ সালে ৫ ম্যাচে ৩৭, ২০২০ সালে ১ ম্যাচে ১১ ও ২০২২ সালে ৭ ম্যাচে ১৭৪ করেন রিঙ্কু।বোঝাই যাচ্ছে এবারের আইপিএলই তাঁর সেরা। কেকেআর অধিনায়ক নীতীশ রানা বলেন, আমি রিঙ্কুকে সব সময় এটাই বলি তুমি যেটা করছো সেটা অনেকেই করতে পারেননি।

কেকেআরে যখন আসি তখন গ্যালারিতে রাসেলের নামে জয়ধ্বনি শুনতাম। তিনি যা করতে পারেন সেটার জন্যই। এখন রাসেলের সঙ্গে রিঙ্কুর নামেও গর্জে ওঠে গ্যালারি, শরীরে শিহরণ জাগে।রিঙ্কু সিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন পাঞ্জাব ম্যাচের সেরা আন্দ্রে রাসেল। তিনি বলেন, রিঙ্কুর খেলা দেখে আমারও শিহরণ জাগে।

ব্যাটিংয়ে শেষের দিকে আমিও সঙ্গী পেয়েছি। চাপও কমেছে অনেকটাই। এক রান নিলেও আমি জানি রিঙ্কু পরের বলগুলি প্রত্যাশিতভাবেই খেলতে পারবেন। কয়েক বছর ধরে এই দলে থেকে পরিশ্রমের ফসল রিঙ্কুর এই পারফরম্যান্স।রিঙ্কুর আইপিএলে প্রথম তিন মরশুম ভালো যায়নি।

অফ সিজনে তিনি ব্যাটিং অনুশীলন করেছেন কেকেআর আকাদেমিতে সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে। ২০১৮-১৯ মরশুমে রিঙ্কু উত্তরপ্রদেশের হয়ে রঞ্জিতে তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হন। চারটি শতরানও পান। তাঁর ঝোড়ো ইনিংস খেলে জেতানো যে ফ্লুক নয়,

তার প্রমাণ এবার বারবার রাখছেন।রাসেল বলেন, কেকেআরে আরও অনেক কিছু দেওয়ার রয়েছে রিঙ্কুর। খুবই শৃঙ্খলাপরায়ণ, কঠোর পরিশ্রমী। দলের মধ্যে সবচেয়ে বেশি মজাও করেন। কখনও একঘেঁয়ে মুহূর্তের অনুভূতি হবে না। চেঞ্জিং রুমে তাঁর কাছে থাকারই চেষ্টা করি। আমরা দুজনে খুব ভালো বন্ধুও।

হোটেলে ফিরে পাঞ্জাব ম্যাচ জেতার সেলিব্রেশনে একসঙ্গে কেক কাটলেন রাসেল, রিঙ্কু।তাঁদের সঙ্গে যোগ দেন সুনীল নারিনও। তাঁকে এগিয়ে দেন চন্দ্রকান্ত পণ্ডিত। ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে কেরিয়ারের ৪৫০তম টি ২০ ও ইডেনে ৫০তম আইপিএল ম্যাচ খেলেন নারিন। কেকেআর পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে। পরের ম্যাচ বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। মঙ্গলবার অনুশীলন রাখেনি কেকেআর।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *