মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগে থমকে গেল ইসরোর নজরদারি উপগ্রহ!

মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগে থমকে গেল ইসরোর নজরদারি উপগ্রহ!

ব্যুরো রিপোর্ট:  কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে বড়সড় ব্যর্থতা ইসরোর। শুক্রবার ভোরে শ্রীহরিকোটা থেকে সঠিক উৎক্ষেপণ হলেও, মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দিল।ফলে সঠিক কক্ষপথে পৌঁছল না সেই উপগ্রহ। বৃহস্পতিবার ট্যুইট করে একথা জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইশরো।

জানা গিয়েছে, এদিন সময় মেনে ঠিক ভোর ৫টা ৪৩ মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় ইওএস-০৩।জিএসএলভি-এফ-১০ রকেটের মাধ্যমে এই উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করাই লক্ষ্য ছিল ইসরোর।

সেই পরিকল্পনা মোতাবেক সফলভাবেই এই ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’ উৎক্ষেপিত করা হয়। কিন্তু উৎক্ষেপণের ঘণ্টাখানেক পরেই অপর একটি টুইট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানায়,

‘উৎক্ষেপণের প্রথম এবং দ্বিতীয় পর্যায় স্বাভাবিক থাকলেও, ক্রায়োজেনিক পর্যায়ে পৌঁছনোর আগেই যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে। যার জন্য এই অভিযান সম্পূর্ণ হল না।’

পৃথিবীর আবহাওয়া এবং পৃথিবীর দিকে ধেয়ে আসা বিপর্যয় এবং দুর্যোগের ওপর নজরদারি চালাতেই এই উপগ্রহকে কক্ষপথে পাঠানোর চেষ্টা করা হয়েছিল।

ঘূর্ণিঝড়, মেঘভাঙা বৃষ্টি, সুনামি, বন্যার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর আরও সঠিকভাবে পাওয়া যেত এই উপগ্রহের সফল উৎক্ষেপণ হলে বলে জানাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *