বামেরা থাকাটা শুভ: ফিরহাদ হাকিম

বামেরা থাকাটা শুভ: ফিরহাদ হাকিম

ব্যুরো রিপোর্ট:  কলকাতা পুরভোটে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। ১৩৪টি এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে সকাল সাড়ে দশটা পর্যন্ত দেখা যায় শতাংশের হিসাবে বিজেপির থেকেও বেশি ভোট পেয়েছে বামেরা।

এই বিষয়ে ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী ফিরহাদ হাকিম প্রশ্ন করা হয়েছে, তাহলে কি বামেদের এবাদের বিরোধী আসনে দেখতে চান? এই প্রশ্নের উত্তরে ফিরহাদ জানান, ‘বামেরা থাকাটা শুভ।’

বামেদের থাকাটা কেন শুভ তারও ব্যাখ্যা দিয়েছেন ফিরহাদ। তিনি বলেছেন, ‘বিভেদমূলক রাজনীতি বেশিদিন বাংলায় থাকতে পারে না। কারণ বাংলার মানুষ আদর্শ ভাবেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, কাজী নজরুল ইসলামকে, স্বামী বিবেকানন্দকে।

সেখানে সাম্প্রদায়িক বিভেদমূলক রাজনীতি বেশিদিন থাকে পারে না।’বিজেপির নাম না করে ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী বলেন, আমি মুসলিম বলে আমাকে হ্যাটা কর, দেশের বাইরে বার করে দাও, এটা প্রত্যাশিত নয়।

সঙ্গে তিনি বলেন, আমি ভারতের সন্তান, এ দেশেই জন্মেছি, বড় হয়েছি, মৃত্যু বরণ এখানেই করব। কিন্তু, তাঁর ধর্ম নিয়ে বার বার তাঁকে আক্রমণ করাটা ঠিক নয় বলে জানিয়েছেন ফিরহাদ। তিনি বলেছেন,

‘বার বার করে এই অপমানটা জ্বালিয়ে দেয় ভিতরটাকে। মনে হয়, আমার মায়ের প্রতি ভালোবাসা আমাকে প্রমাণ করতে হবে।’ সকাল সাড়ে দশটা পর্যন্ত বামেদের ভোটের শতাংশ ছিল ১১.৪ শতাংশ। সেই সময় বিজেপি পেয়েছিল ৮.৯ শতাংশ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *