ব্যুরো রিপোর্ট: জন্মদাতা হলেই পিতার অধিকার নয়। এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। শিশুর অধিকারী দাবি করে হাইকোর্টে গিয়েছিলেন বাবা। অন্যদিকে আদালতে যান পালক পিতাও। মামলায় জয় পালক পিতা-মাতার।
জানা গিয়েছে, শিশুটির চারমাস বয়সের সময়ে বাবা ছেড়ে চলে গিয়েছিলেন। অন্যদিকে সাতমাস বয়সে মা আত্মঘাতী হন। তারপর থেকে সে শালকিয়ায় দিদার কাছে থাকত। দিদাও আত্মঘাতী হওয়ায় শিশুটিতে লালন-পালন করছিলেন দিদার প্রতিবেশী জহর রায় এবং জুলি রায়।
ছোট শিশুটি বাবা-মা বলতে এখন তাঁদেরই চেনে। এরইমধ্যে আদালতের দ্বারস্থ হন জন্মদাপাত পিতা। বিচারপিত জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আপাতত পালক-পিতা মাতার কাছেই থাকবে শিশুটি।
তবে সপ্তাহ শেষে আইনজীবীজের উপস্থিতিতে শিশুটিকে বাবার কাছে পাঠানো হবে। তবে সেদিন রাতেই তাঁকে ফিরিয়ে দিতে হবে। এরপর যদি শিশুটি জন্মদাতা বাবার কাছে ফিরে যেতে চায়, তাহলে সেইমতো সিদ্ধান্ত নেওয়া হবে।