জন্মাষ্টমীতে মিষ্টি থাকবে না তা কখনোই হয় না

জন্মাষ্টমীতে মিষ্টি থাকবে না তা কখনোই হয় না

ব্যুরো রিপোর্ট:  জন্মাষ্টমীতে মিষ্টি থাকবে না তা কখনোই হয় না। আর জন্মাষ্টমীর মানেই “বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক” এর মিষ্টি মাস্ট ।কলকাতার এই দোকানের মিষ্টি কিনতে প্রতিবার সকাল থেকেই লম্বা লাইন পড়ে যায় ।

এই দোকানের কর্ণধার সুদীপ মল্লিক জানান প্রতিবছরের মতো এবারও নতুন মিষ্টির চমক থাকছে। যে সমস্ত মিষ্টি এবছর করা হয়েছে তার মধ্যে অন্যতম স্বরের পায়েস,

সরের পুলি, পাটিসাপটা, সরের পায়েস তালের পায়েস, অমৃতি, গোকুল পিঠে,

তালের বড়া, জন্মাষ্টমী ছাপ দেওয়া সন্দেশ আরো অনেক কিছু। সকাল থেকেই লাইন পড়েছে লম্বা।

তবে যারা এখানে আসছেন প্রত্যেককেই করোনার বিধিনিষেধ মেনে দোকানে প্রবেশ করতে হচ্ছে। মাস্ক পড়তে হচ্ছে। নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে।

যে সমস্ত মিষ্টি করা হয়েছে তাদের একটি মাটির ডালা করা হয়েছে সমস্ত মিষ্টিকে একসাথে রেখে বিক্রি করা হচ্ছে। যার দাম ৫০০ থেকে হাজার টাকার মধ্যে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *