আমার ভাগ্য়ে লেখা ছিল যে আমি ভবানীপুর থেকেই লড়াই করি : মমতা

আমার ভাগ্য়ে লেখা ছিল যে আমি ভবানীপুর থেকেই লড়াই করি : মমতা

ব্যুরো রিপোর্ট:  আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপ-নির্বাচন। সেই জন্য প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। বুধবার খিদিরপুরের একবালপুরে এই প্রথম নির্বাচনী জনসভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি তৃণমূলনেত্রীর মুখে উঠে এল নন্দীগ্রাম প্রসঙ্গও।তৃণমূল নেত্রী দাবি করেন, নন্দীগ্রামে ষড়যন্ত্র করে হারানো হয়েছিল আমাকে। নন্দীগ্রামে আমাকে হারাতে যে ষড়ষন্ত্র হয়েছিল, তা শুনলে আপনাদের ভয় লাগবে।

পাশাপাশি তিনি বলেন, ‘আমার ভাগ্য়ে লেখা ছিল যে আমি ভবানীপুর থেকেই লড়াই করি। তাই আবার আপনাদের কাছে ভোট চাইতে এসেছি।’পাশাপাশি তৃণমূলনেত্রী বলেছেন, ত্রিপুরা ও অসমে খেলা হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল আটকানোর জন্য ১৪৪ জারি করেছে ত্রিপুরা সরকার। সেই বিষয় নিয়েও বিপ্লবদেব সরকারকে আক্রমণ করেছেন তিনি। পাশাপাশি হুঙ্কার দিয়ে মমতা বলেছেন, ভারতের বিভিন্ন জায়গায় লড়ে বিজেপিকে আমরা হারাবোই।

গত কয়েকদিনে রাজ্যে হয়ে চলা প্রবল বৃষ্টি নিয়েও মমতা বলেন, ‘বিগত ৩০ বছরে এত বৃষ্টি কোনওদিন হয়নি। তবে আগে বৃষ্টি হলে তো মানুষ বাড়ি থেকেই বের হতে পারতেন না। সে সমস্য়া এখন নেই।’

পাশাপাশি তিনি বলেছেন, ‘গোটা রাজ্য়ে সাড়ে তিন লক্ষ পুকুর খনন করিয়েছি, বৃষ্টির জল ধরে রাখার জন্য। অনেকগুলি স্টেট ড্য়াম তৈরি করিয়েছি। তাই এখন বেশি জল জমতে পারে না’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *