আজও চলবে বৃষ্টি, তাপমাত্রা নামল ১ ডিগ্রি, বঙ্গের আবহাওয়া কেমন থাকবে জেনে নিন

আজও চলবে বৃষ্টি, তাপমাত্রা নামল ১ ডিগ্রি, বঙ্গের আবহাওয়া কেমন থাকবে জেনে নিন

ব্যুরো রিপোর্ট:  আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। গতকাল সন্ধেয় প্রবল ঝড়বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পশ্চিমের জেলাগুলিতে বাড়বে। হবে শিলাবৃষ্টি।

গতকাল ঝড়বৃষ্টির জেরে সামান্য কমেছে তাপমাত্রা। গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টি হয়।আজও চলবে বৃষ্টি। গতকাল সন্ধে থেকে বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গা।

শিলাবৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি।

বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে শুক্রবার পর্যন্ত বৃষ্টি জলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

বৃহস্পতি ও শুক্রবার মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে।গতকাল সন্ধে থেকে বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে।

তারসঙ্গে হয়েছে ঝড়। যার জেরে তাপমাত্রার পারদ সামান্য কমেছে। গতকালের চেয়ে ১ ডিগ্রি কমেছে তাপমাত্রা। আগামী ২ দিন তাপমাত্রার পারদ একই রকম থাকে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই অসময়ে বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। মকর সংক্রান্তিতে প্রতিবছরই বৃষ্টি হয়। এবারও বষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।গতকাল খড়গপুরে হয়ে গিেয়ছে মিনি টর্নেডো।

খড়গপুরের সুলতানপুরে বিস্তীর্ণ এলাকায় গতকাল দাপিয়ে বেরিয়েছে মিনি টর্নেডো। পাঁচ মিনিটে সব তছনচ করে দিয়েছে। একাধিক গাছ উপরে পড়েছে। ১০টি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। তছনচ হয়ে গিয়েছে একাধিক এলাকা।

১৪ তারিখ পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪ থেকে ৫ দিন উত্তর ভারতে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিসআপাতত জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।

শীত নিয়ে এখনই কোনও আশার কথা শোনাতে পারেনি হাওয়া অফিস। তবে উত্তর ভারতের একাধিক জায়গায় আগামী ৪ থেকে ৫ দিন ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে বলে দাবি আবহাওয়াবিদদের। পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটলে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তবে তেমন জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *