জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার নিয়মের পরিবর্তনে বিকল্প পথে যাদবপুর

জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার নিয়মের পরিবর্তনে বিকল্প পথে যাদবপুর

ব্যুরো রিপোর্ট:  ইন্সস্টিটিউট বেসড জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার নিয়মে আসতে চলেছে বিরাট পরিবর্তন। জানা যাচ্ছে জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা আর নেওয়া হবে না।

ফলে একান্ত নিজস্ব উদ্যোগে ৩টি শহরে জয়েন্ট প্রবেশিকা  পরীক্ষা নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শহরগুলি হল কলকাতা, শিলিগুড়ি এবং দুর্গাপুর।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে যে, ওএমআর শিটের মাধ্যমে নেওয়া হবে এই পরীক্ষা। সেখানে থাকবে ৫০টি প্রশ্ন। আর প্রতিটি প্রশ্নে থাকবে ২ নম্বর। ফলে মোট পরীক্ষা হবে ১০০ নম্বরে।

সেইসঙ্গে থাকবে নেগেটিভ মার্কিংও (১/৪)। মূলত পরীক্ষার্থীদের কথা ভেবেই তিনটি শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিশেষ করে অতিমারির এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং পরীক্ষার্থীদের যেন বেশি দূরে আসতে না-হয় সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘সান্ধ্যকালীন ইঞ্জিয়ারিং বিভাগের প্রবেশিকা পরীক্ষা, এতদিন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কনডাক্ট করত।

কিন্তু এই বছর থেকে ওরা সিদ্ধান্ত নিয়েছে যে, পরীক্ষাগুলো ওরা আর কনডাক্ট করবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনটি শহরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। সেগুলি হল কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর।

যাতে পরীক্ষার্থীদের বেশি ট্রাভেল করতে না হয়।’ গতবছর করোনা পরিস্থিতিতেও জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা হয়েছিল।

তবে এবছর ইন্সস্টিটিউট বেসড জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *