ব্যুরো রিপোর্ট: রাজ কুন্দ্রা সম্পর্কিত পর্নকাণ্ডে জামিনে ছাড়া পেয়েছেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ। শুরু থেকেই রাজ কুন্দ্রার গ্রেপ্তারির বিরোধিতা করে আসছেন ‘গন্দি বাত’ খ্যাত নায়িকা গহনা বশিষ্ঠ।
বারবার তিনি দাবি তুলেছেন ‘হটশটস’ অ্যাপে তাঁরা যে ভিডিয়ো তৈরি করেছিলেন সেগুলো ইরোটিকা বা পর্ন নয়। এবার ইনস্টাগ্রামে বিস্ফোরক লাইভ করলেন এই বিতর্কিত অভিনেত্রী।
সম্পূর্ণ নগ্ন হয়ে লাইভে তিনি বলেন ‘বন্ধুরা আমি লাইভ যাচ্ছি সম্পূর্ণ নগ্ন হয়ে, আপনারা বলুন, এটা কি অশ্লীল লাগছে? এটাকে কি পর্ন বলবেন? বিশ্বাস করুন আমি কিছু পরে নেই।
কিন্তু যখন আমি কোনও অ্যাপের জন্য শ্যুট করি তখন জামাকাপড় পরে থাকি, তবুও সেটাকে পর্ন বলা হচ্ছে… এটা হিপোক্রেসি নয় তো কী?’ অভিনেত্রীর কথায়, ‘এটাই মানুষজনের হিপোক্রেসির চূড়ান্ত সীমা’।
প্রায় তিন মিনিট দীর্ঘ এই ভিডিয়োতে বিছানার উপর উপুর হয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছে গহনাকে, হাত দিয়ে বুকের সামনের অংশ ঢেকে রেখেছেন অভিনেত্রী। তাঁর শরীর দৃশ্যমান নয় ক্যামেরায়।
এই ভিডিয়োতে কোথাও রাজ কুন্দ্রার নামও উচ্চারণ করেননি গহনা। তবে গ্রেপ্তারির পর বহুবার তাকে এই বিষ্যে প্রতিবাদ করতে দেখা গেছে।