ব্যুরো রিপোর্ট: ভবানীপুরে নিজের রেকর্ড নিজে ভেঙে বহু আকাঙ্খিত জয় ছিনিয়ে এনেছেন। ভবানীপুরে জিতেই তিনি বলেন, নন্দীগ্রামে চক্রান্তের জবাব দিয়েছে ভবানীপুর। ভবানীপুরের বিরাট জয়ের জয়ের পর যেমন নন্দীগ্রামের হার নিয়ে আলোচনা, তেমনই ভবানীপুরে মমতার জয়ের পর সোমবার বিজেপি নেতা তথাগত রায়ের পাঠানো শুভেচ্ছা বার্তাও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর রেকর্ড ব্রেকিং জয় পেয়েছেন। একুশের বিধানসভা নির্বাচনের ডাবল মার্জিনে জয়ের পথে তিনি ভেঙেছেন নিজের গড়া ২০১১ সালে ৫৪ হাজার ভোটে জয়ের রেকর্ডও। তারপরই এদিন মমতার প্রবল বিরোধী বলে পরিচিত বিজেপি নেতা তথাগত রায় টুইটে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে লেখেন- জো জিতা ও হি সিকান্দার।মমতাকে শুধু সিকান্দার তকমা দিয়েই ক্ষান্ত হননি বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়।
তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার মুখ্যমন্ত্রী বলেও উল্লেখ করেন টুইটে। ভবানীপুরে জয়ের পর অনেকের শুভেচ্ছা বার্তা এসেছে। তবে প্রতিদ্বন্দ্বী বিজেপি দলের কোনও নেতার কাছ থেকে এমন শুভেচ্ছা প্রাপ্তি বিশেষ তাৎপর্যপূর্ণ তো বটেই।তথাগত রায় লেখেন- মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন তাঁর এই জয়ের জন্য।
আমি তাঁর রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করি না। কিন্তু তিনি আমারও মুখ্যমন্ত্রী। আমি আগামী কয়েক দিনের মধ্যে এই নির্বাচনের ফলাফল নিয়ে কিছু সিদ্ধান্ত নেব। তবে আবারও অভিনন্দন। সাফল্যের সফল মতো কিছু হয় না। জো জিতা ও হি সিকান্দার।মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পর বিজেপির তরফে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও শুভেচ্ছা পাঠিয়েছিলেন।
কিন্তু তথাগত রায়ের শুভেচ্ছা বার্তা সকলের থেকে আলাদা। যিনি একুশের নির্বাচনের পর রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক বিষয়ে বাক্যবাণ হেনেছিলেন টুইট করে, সেই তিনিই মুখ্যমন্ত্রীকে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন।ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হন।
বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল যতটা গর্জেছিলেন, ততটা বর্ষাতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারেকাছে পৌঁছতে পারেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ৮৫ হাজারেরও বেশি ভোট পেয়েছেন, সেখানে মাত্র ২৬ হাজার ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল জয়ের পর ভিনরাজ্য থেকেও শুভেচ্ছা বন্যা বর্ষিত হয়েছে।
অ-বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এম কে স্ট্যালিন থেকে শুরু করে জগনমোহন রেড্ডি, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরেদের শুভেচ্ছা বার্তা ছাড়াও অখিলেশ যাদব, কানিমোঝির মতো নেতা-নেত্রীরাও তাঁকে শুভেচ্ছা জানান।