ব্যুরো রিপোর্ট: জরুরি ভিত্তিতে ভারতে ব্যবহার করার জন্য ছাড়পত্র পেয়ে গেল মার্কিন সংস্থা জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা। ভারতে এবার মিলবে মার্কিন সংস্থা জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা।
করোনার তৃতীয় ঢেউয়ের আগে দেশের টিকাকরণকে আরও জোরদার করতে এবার বড় সিদ্ধান্ত কেন্দ্রের। শনিবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, জরুরিকালীন ব্যবহারের জন্য জনসন অ্যান্ড জনসনের প্রস্তুত টিকাকে ভারতে ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র।
ভারতে এখন এই মুহূর্তে পাঁচটি বিদেশি ভ্যাকসিন চলছে। জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনটি একটি ‘সিঙ্গেল ডোজ’ ভ্যাকসিন। যদিও এর আগেই জরুরি ভিত্তিতে করোনা টিকা ব্যবহার করার ছাড়পত্র চেয়েছিল মার্কিন সংস্থা।
জনসন অ্যান্ড জনসন আগে দাবি করেছিল, ক্লিনিক্যাল ট্রায়ালে টিকার ৮৫ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। সেই ভিত্তিতেই ভারতে আবেদন করেছিল সংস্থাটি। কিন্তু নানা কারণে ছাড়পত্র দেওয়া হয়নি এই সংস্থাকে।
এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান যে দেশে করোনার বিরুদ্ধে সমস্ত দেশের এই একত্র লড়াই জারি থাকবে আগামী দিনেও। সামনেই তৃতীয় ঢেউ আসতে চলেছে। তার আগেই কেন্দ্র তৎপর হয়ে উঠেছে তৃতীয় ঢেউয়ের মোকাবিলার জন্যে।