জোমাটো ও সুইগি এবার জিএসটি-র আওতায়, গ্রাহকদের থেকে কর সংগ্রহ

জোমাটো ও সুইগি এবার জিএসটি-র আওতায়, গ্রাহকদের থেকে কর সংগ্রহ

ব্যুরো রিপোর্ট:  খাদ্য বিতরণ অ্য়াপ সংস্থা জোমাটো ও সুইগি এবার জিএসটি-র আওতায়। গ্রাহকদের কাছ থেকে ৫ শতাংশ হারে পণ্য ও পরিষেবা কর সংগ্রহ করবে তারা।

আগে যে রেস্তরাঁগুলি থেকে খাবার নিত তারা, তাদের জিএসটি দিতে হত। জিএসটি কাউন্সিলে নতুন করে করব্যবস্থায় কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন রাজস্ব সচিব তরুণ বজাজ। তাঁর ব্যাখ্যা, নতুন কোনও করের ঘোষণা হয়নি।

জিএসটির সংগ্রহস্থল খালি বদলেছে।অর্থমন্ত্রক জানিয়েছে, এটা নতুন কর নয়। খালি কর সংগ্রহের জায়গা বদলেছে। গ্রাহকদের অতিরিক্ত খরচ পড়বে না। এর ফলে রেস্তরাঁগুলির কর ফাঁকি রোখা যাবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *