ব্যুরো রিপোর্ট: সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। সোমবার থেকে এদিন ন্যূনতম তাপমাত্রা সামান্যই বেড়েছে। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এদিনও সকাল শুরু হয়েছে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি দিয়ে।
রাজ্যে মাঝ বরাবর অক্ষরেখার কারণে এই এলাকায় এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়াও। বৃহস্পতিবার ২৩ মার্চ থেকে তুলনামূলক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় ২৪ মার্চ শুক্রবারও বৃষ্টির সম্ভবনা রয়েছে।
আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,
আগামী ২২ মার্চ বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এদিনও রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া আস্তে আস্তে উন্নতি হবে। ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তেও থাকবে।এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সোমবার যা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।