ব্যুরো রিপোর্ট: উত্তর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সেভাবে ভয়াবহ না হলেও, দক্ষিণ ভারত ঘিরে উদ্বেগ চরমে। শুধুমাত্র কেরলেই গতকালের রিপোর্টে দেখা গিয়েছে শেষ ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ২৩,৫০০ জন।
যার হাত ধরে এদিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে ৪১,১৯৫ জন। ফলে ডেল্টা ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্ত ও তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝে ফের একবার করোনা পরিস্থিতি নিয়ে বিপাকে দেশ।