ব্যুরো রিপোর্ট: ২ রা অক্টোবর মুম্বইয়ের প্রমোদতরী থেকে আটক হয়েছেন আরিয়ান খান সহ একাধিক জন। এরপর তাঁরা গ্রেফতার হন। এনসিবির তরফে এই গোটা অভিযানে নিরপেক্ষ সাক্ষী হিসাবে উঠে আসে কেপি গোসাভির নাম।
যিনি নিজেকে প্রাইভেট ডিটেক্টিভ বলে পরিচয় দেন। প্রসঙ্গত, ২ রা অক্টোবর রাতে আরিয়ানের সঙ্গে কেপি গোসাভির সেলফি ভাইরাল হতে থাকে। এরপর থেকেই তিনি নিখোঁজ।
পরবর্তীকালে এদিন পুনে থেকে তাঁকে ২০১৮ সালের এক প্রতারণা মামলায় গ্রেফতার করে পুলিশ। আরিয়ান খান কাণ্ডে এই গ্রেফতারি ঘিরে এক চাঞ্চল্যকর মোড় উঠে আসছে বলে মনে করছেন অনেকেই।