কিষাণ মোর্চার ভারত বনধে পথ অবরোধ ঘাটাল-চাঁপাডালি মোড়ে, ধূপগুড়িতে বন্ধ বাস

কিষাণ মোর্চার ভারত বনধে পথ অবরোধ ঘাটাল-চাঁপাডালি মোড়ে, ধূপগুড়িতে বন্ধ বাস

ব্যুরো রিপোর্ট:  কৃষি আইন বািতলের দাবিতে আজ দেশ জুড়ে বনধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। গোটা দেশের পাশাপাশি বিক্ষিপ্ত প্রভাব পড়েছে বাংলাতেও। সকাল সকাল ঘাটাল এবং চাঁপাডালি মোড়ে পথ অবরোধ করেন বনধ সমর্থকরা।

ধূপগুড়িতে সকাল থেকেই বনধের ভাল প্রভাব পড়েছে। চলছে না কোনও সরকারি বেসরকারি বাস। দেশের অন্যান্য জায়গাতেও বনধের প্রভাব পড়তে শুরু করেছে।সকাল থেকেই দেেশর বিভিন্ন জায়গায় প্রভাব পড়েছে কিষাণ মোর্চার ভারত বনধে।

রাজধানী দিল্লিতে একাধিক জায়গায় পথ অবরোধ করেছেন বনধ সমর্থকরা। যার জেরে সকাল থেকেই রাজধানী দিল্লির একাধিক জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাঞ্জাব-হরিয়ানানায় একাধিক জায়গায় ট্রেন বাতিল করা হয়েছে।

এদিকে বনধের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। যাদবপুরে রেল অবরোধ করেছে বনধ সমর্থকরা।যার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যহত হয়েছে। অন্যদিকে ঘাটাল এবং উত্তর ২৪ পরগনার।

চাঁপাডালি মোড়ে সাতসকালে পথ অবরোধ করেন বনধ সমর্থকরা। থমকে যায় পরিবহণ পরিষেবা। ধূপগুড়িতেও সকাল থেকে বন্ধ বসরকারি বেসরকারি সব বাস পরিষেবা। অন্যদিকে শ্যাম নগরেও বনধের প্রভাব পড়তে শুরু করেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *