ব্যুরো রিপোর্ট: অন্যান্য মেট্রো শহরগুলির তুলনায় আপরাধের দিক দিয়ে সব থেকে বেশি নিরাপদ শহর হল কলকাতা। জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো-এর ‘ক্রাইম ইন ইন্ডিয়া ২০২০’ রিপোর্টে এমনই তথ্য প্রকাশিত হয়েছে।
শুধু কলকাতা নয় গোটা বাংলাতে কমেছে অপরাধের সংখ্যা। রিপোর্টে প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতি লক্ষ জনসংখ্যায় কলকাতায় অপরাধের হার হল ১২৯.৫।
সেক্ষেত্রে, চেন্নাইয়ে অপরাধের হার হল ১৯৩৭.১, দিল্লিতে ১৬০৮.৬, আমদাবাদে ১৩০০, বেঙ্গালুরুতে ৪০১.৯ এবং মুম্বইয়ে ৩১৮.৬ শতাংশ।রিপোর্টে দেখা যাছে, ২০১৮ সালে কলকাতায় অপরাধের সংখ্যা ছিল প্রায় কুড়ি হাজার।
তা কমতে কমতে ২০২০ সালে তা এসে দাঁড়িয়েছে ১৫,৫১৭তে। অন্যদিকে দিল্লিতে, মুম্বইয়ে, চেন্নাই ও বেঙ্গালুরুতে অপরাধের সংখ্যা অনেক বেশি।
মহিলাদের সুরক্ষার দিক থেকেও কলকাতা অনেক নিরাপদস্থান। তবে অন্যান্য শহরগুলিতে এই অপরাধের সংখ্যা অনেকটাই বেশি।