রাতভর টানাপোড়েনের পর কিছুটা অবস্থার উন্নতি লতা মঙ্গেশকরের, কী বলছেন চিকিৎসকরা

রাতভর টানাপোড়েনের পর কিছুটা অবস্থার উন্নতি লতা মঙ্গেশকরের, কী বলছেন চিকিৎসকরা

ব্যুরো রিপোর্ট:  রাত ভর চলেছে টানাপোড়েন। মধ্যরাতেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন বোন আশা ভোঁসলে। ভোর রাত থেকে কিছুটা অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত শিল্পী লতা মঙ্গেশকরের অবস্থা কিছুটা ভাল।

তবে আইসিইউতেই রয়েছেন তিনি। আশা ভোঁসলে অনুরাগীদের আস্বস্ত করেছেন অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে।গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ হঠাৎ করেই অবস্থার অবনতি হতে শুরু করে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

করোনা সংক্রমণের পর থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার সময় তাঁর মৃদু উপসর্গ ছিল। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল তাঁকে। বেশ কিছুদিন ধরেই তাঁকে নিয়ে চানাপোড়েন চলছে।

শনিবার রাতে আরও অবস্থার অবনতি হয় শিল্পীর। ছুটে গিয়েছিলেন বোন আশা ভোঁসলে, ভাই হৃদয়নাথ মঙ্গেশকর। আশা ভোঁসলেই রাতের দিকে সাংবাদিকদের জানান লতা মঙ্গেশকরের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীক সম্পদানি জানিয়েছেন, তিনি এখনও অবজারভেশনে রয়েছেন। প্রথম দিকে চিকিৎসায় সাড়া না দিলেও ধীরে ধীরে অবস্থা ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন।

হাসপাতালের নিরাপত্তা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। গত কয়েকদিন ধরেই শিল্পীর অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়া উদ্বেগে। করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হওয়ার পর থেকেই বলিউডের শিল্পী মহল উদ্বেগ প্রকাশ করেছেন। বলিউডের সম্পদ লতা মঙ্গেশকর।

৩০০০-র বেশি গান গেয়েছেন তিনি। করোনা সংক্রমণ বলিউডের একাধিক শিল্পী অভিনেতার শরীরে থাবা বসিয়েছে। কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী সাবানা আজমিও।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *