ব্যুরো রিপোর্ট: প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম শ্যাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। তার পরে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার একাধিক অঙ্গ বিকল হয়ে প্রাণ হারালেন তিনি।
বলিউড অভিনেতার মৃত্যুর খবর সামনে আনেন তাঁর বন্ধু যশপাল শর্মা। গত বছরের জুলাই মাসে নিজের শারীরিক সমস্যা কথা জানিয়েছিলেন অনুপম শ্যাম। বার বার ডায়লাসিস করতে যাওয়ার জন্য আর্থিক সমস্যায় পড়েছিলেন বর্ষীয়ান অভিনেতার পরিবার।
এর পরে অনুপম শ্যামের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ইন্ডাস্ট্রির কিছু বন্ধু-বান্ধব, অভিনেতা সোনু সুদ এবং মুম্বইয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু তা স্বত্বেও শেষ রক্ষা হল না।
১৯৯৬ সালে শ্যাম বেনেগালের ছবি ‘সর্দারি বেগম’ দিয়েই অভিনয় কেরিয়ার শুরু করেন অনুপম শ্যাম। এর পর ‘দিল সে’, ‘সত্যা’, ‘সংগ্রাম’, ‘লাগান’, ‘শক্তি’, ‘নায়ক’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন তিনি।