জানুন বাড়ি বসে কিভাবে পেতে পারেন পার্লারের মতো গ্লো

জানুন বাড়ি বসে কিভাবে পেতে পারেন পার্লারের মতো গ্লো

ব্যুরো রিপোর্ট: বেশির ভাগ মানুষই একটি বেশি সচেতন হয় নিজের মুখের সৌন্দর্য নিয়ে। মুখের সৌন্দর্য ধরে রাখতে পারলেই মনে হয় বয়স যেন থমকে গেছে। মুখের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত মুখের ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।

ভাবছেন, পার্লারে নিয়মিত যাওয়া সময় ও খরচ সাপেক্ষ। পার্লারে ফেশিয়াল, স্পা-এর খরচও কিছু কম নয়।তাহলে উপায়? মুখের সৌন্দর্য বজায় রাখতে বাড়িতেই করে নিতে পারেন ফেশিয়াল স্পা।

তাহলে চলুন দেখে নেওয়া যাক ফেশিয়াল স্পা ঘরে করার সহজ ও কার্যকরী টিপস।স্ক্রাবিংলেবুর রসের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে পাঁচ মিনিট মুখে স্ক্রাব করুন। তারপর ভাল করে ধুয়ে ফেলুন।

মাস্কআধা কাপ কোকো পাউডার, ২ চামচ টক দই, ২ চামচ মধু এবং ৩ চামচ ওটমিল পাউডার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। সেটা মুখে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। শুকিয়ে গেলে সামান্য উষ্ণ জলে মুখ ভাল করে ধুয়ে ফেলুন।

ময়েশ্চারাইজিংমুখের ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ছোট এক টুকরো আপেল বেটে তার সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন। মিনিট পাঁচেক রেখে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

নিজের মুখের সৌন্দর্য অটুট রাখতে সপ্তাহে একদিন মাত্র ৩০ মিনিট সময় বের করে নিলেই হবে। এই পদ্ধতিতে সপ্তাহে মাত্র ৩০ মিনিটেই উপকার পাবেন। খরচও সামান্য।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *