ম্যানচেস্টার ইউনাইটেডকে দুরমুশ করে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল

ম্যানচেস্টার ইউনাইটেডকে দুরমুশ করে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল

ব্যুরো রিপোর্ট:  ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল লিভারপুল। দীর্ঘ সময়ে শীর্ষ স্থান দখলে রাখা ম্যানচেস্টার সিটির সঙ্গে দুই পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল দলটি। যদিও এই অগ্রগমণ সাময়িক বলা যায় কারণ ম্যান সিটি লিভারপুলের তুলনায় এক ম্যাচ কম খেলেছে।

ইউনাইটেডের বিরুদ্ধে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মহম্মদ সালাহ। একটি করে গোল করেন লুইস ডিয়াজ এবং সাদিও মানে।সদ্যজাত পুত্র সন্তানের প্রয়াণে ভেঙে পড়া রোনাল্ডো এই ম্যাচে খেলেননি। পর্তুগিজ মহাতারকাকে না পেয়ে রাফ র্যাগনিক দলকে নামিয়েছিলেন ৩-৪-২-১ ছকে,

রোনাল্ডোর না থাকার ফলে সেই শূন্যতা তিনি ঢাকতে চেয়েছিলেন আগের দিনই পথ দুর্ঘটনার কবলে পড়া ব্রুনো ফার্নান্দেজকে আক্রমণের দায়িত্ব দিয়ে। তবে সে দায়িত্ব পালন করতে পারেননি পর্তুগালের জাতীয় দলে রোনাল্ডোর সতীর্থ।

গোটা ম্যাচে মাত্র এক বারই লিভারপুলকে বিপদে ফেলতে পেরেছিল ইউনাইটেড, তবে আলিসন বেকারের সামনে রেড ডেভিলসদের একমাত্র প্রচেষ্টাও মুখ থুবড়ে পড়ে।ম্যাচের ৫ মিনিটে মহম্মদ সালাহের পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন কলোম্বিয়ার লুইস ডিয়াজ।

যদিও খেলার শুরুর কিছুটা সময় ইউনাইটেড ম্যাচে ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিলেও এই গোলটি সে’সব ইঙ্গিত মার্সি নদীতে ভাসিয়ে দেওয়ার জোগাড়যন্ত্র সেরে ফেলেছিল।প্রথম গোলের পর লিভারপুলের হাতে চলে আসা ম্যাচের নিয়ন্ত্রণ বজায় ছিল শেষ পর্যন্ত।

২২ মিনিটে মহম্মদ সালাহের গোলে ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল, সাদিও মানে এই গোলের পাসটি বাড়িয়েছিলেন সালাহকে। এই গোলের মধ্যে দিয়ে মিশরের এই ফুটবলার এক মাস পর গোলের খরা কাটালেন।

বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। ৬৬ মিনিটে সাদিও মানে গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন লিভারপুলকে। অ্যারন ওয়ান বিসাকাকে দক্ষতায় পরাস্ত করে ৮৫মিনিটে নিজের দ্বিতীয় এবং লিভারপুলের চতুর্থ গোলটি মিশরীয় নক্ষত্র মহম্মদ সালাহ।

এই অবস্থায় গ্যালারিতে উপস্থিত দর্শকদের মনে আরও একটা ৫-০ গোলে হারের আশঙ্কা দানা বাঁধা শুরু করেছিল। যে ভাবে ছড়ি ঘোরাচ্ছিল লিভারপুল তাতে এমনটা হসে অবাক হওয়ার কিছু থাকতো না। তবে, শেষ পর্যন্ত সেই রকম কিছু ঘটেনি।

৪-০ গোলেই শেষ হয় ম্যাচ। সংযুক্তি সময়ে একটি সুযোগ নষ্ট করেন সালাহ, না হলে হ্যাটট্রিকটাও হয়ে যেত তাঁর।এই জয়ের পর ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ স্থানে উঠে এল য়ুর্গেন ক্লপের দল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে রইল ম্যানচেস্টার সিটি। তাঁদের পয়েন্ট ৭৪।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *