ব্যুরো রিপোর্ট: করোনা অতিমারির কারণে রাজ্যে বহু দিন বন্ধ ছিল লোকাল ট্রেন। চালু ছিল স্পেশ্যাল ট্রেন পরিষেবা।
তবে আগামী রবিবার, ৩১ অক্টোবর থেকে রাজ্যে স্বাভাবিক হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। অবশ্য ৫০ শতাংশ যাত্রী নিয়ে এই পরিষেবা চালু হবে বলে খবর নবান্ন সূত্রে।
এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেছেন, ‘গত মে মাস থেকে রাজ্য সরকারের নির্দেশেই লোকাল ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ রয়েছে। রাজ্য সরকারের অনুমতি মেলায় এখন রবিবার থেকে তা চালু হবে।
আমরা আগে থেকেই তৈরি ছিলাম।’তিনি আরও বলেছেন, ‘সব লোকাল ট্রেন চালু হয়ে গেলেও রেলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আর্জি থাকবে যাতে কেউ যেন খুব জরুরি কারণ ছাড়া ট্রেন সফর না করেন।’