ব্যুরো রিপোর্ট: শুক্রবার সারারাত অভিযান চালিয়ে বুদবুদ থানার পুলিশ বেআইনি বালি বোঝাই লরি আটক করল সাতটি।
বুদবুদ থানা সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে দু নম্বর জাতীয়
সড়কে বুদবুদ বাইপাসের কাছে অভিযান চালিয়ে ওই লরি গুলিকে আটক করা হয়। আটক হওয়া লরি গুলি পানাগর থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় লরি গুলিকে আটক করা হয়।
তবে লরির কোনো চালক বা খালাসী কে আটক করা হয়নি এবং লরি গুলিতে অতিরিক্ত পরিমাণে বালি বোঝাই করা হয়েছে বলে জানা গেছে।
বেআইনি ভাবে অতিরিক্ত পরিমাণে বালি বোঝাই লরি আটকাতে তৎপর প্রশাসন তাই লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছে বুদবুদ থানার পুলিশ।