জার্মানির বক্সারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অসমের লভলিনা বড়গোহাঁই

জার্মানির বক্সারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অসমের লভলিনা বড়গোহাঁই

ব্যুরো রিপোর্ট : মীরাবাই চানুর পর অলিম্পিক্সে ফের সাফল্য ভারতের। বক্সিংয়ে জার্মানির নন্দিন অ্যাপেজকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন লভলিনা বড়গোহাঁই।  

প্রথম থেকেই বিরোধীর উপর নিজের আধিপত্য বজায় রেখেছিলেন লভলিনা। পরের রাউন্ড গুলিতে একই ধারা বজায় রেখে ম্যাচ জেতেন তিনি। ফলে এখন পদক থেকে মাত্র এককদম দূরে রয়েছেন ভারতীয় এই বক্সার।

ওয়াল্টার বিভাগে খেলছেন লভলিনা। মঙ্গলবার পূজা রানি খেলবে কোয়ার্টার ফাইনালে। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল খেলবেন মেরি কমও।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *