গাঙ্গেয় বঙ্গে ফের নিম্নচাপ, বিভিন্ন জেলায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি

গাঙ্গেয় বঙ্গে ফের নিম্নচাপ, বিভিন্ন জেলায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি

ব্যুরো রিপোর্ট: গতকাল সারাদিন কমবেশি বৃষ্টিতে ভিজেছে কলকাতা। রাজ্যে উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টি হয়েছে প্রায় সর্বত্রই। তবে রবিবার সকালে রোদের মুখ দেখা গেলেও সামান্য বৃষ্টির দেখা মিলেছে এদিনও। রোদের দেখা মিললেও তা অবশ্য সাময়িক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে আবার।

বুধবার এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। হাওয়া অফিস সুত্রে খবর, বুধবার থেকেই ভারী থেকে অতি  ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এছাড়া সারা দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার থেকে মেঘলা আকাশ ও হালকা-মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে।

এবার আনুষ্ঠানিক ভাবে বর্ষা শুরুর অনেক আগে থেকেই ঝড়বৃষ্টি হচ্ছে গাঙ্গেয় উপকূলে। ইয়াসের মতো ঘূর্ণিঝড়ও দেখেছে দক্ষিণবঙ্গ। সেই থেকে যেমন বৃষ্টির বিরাম নেই, তেমনই ভ্যাপসা গরমের হাত থেকে ও রেহাই মিলছেনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতা ও শহরতলিতে আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার থেকেই উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। বুধবার আর বৃহস্পতিবার অতিভারী বৃষ্টি হতে পারে ওই সমস্ত জেলায়। এমনকি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্বমেদিনীপুরে সতর্কতা জারি করেছে আলিপুরের হাওয়া অফিস।এছাড়া ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ববর্ধমান ও নদীয়া জেলায়। বৃষ্টি বাড়লে দক্ষিণবঙ্গের নদীগুলি তে জলস্তর বাড়বে বলে মনে করা হচ্ছে।যার জন্য আগাম সতর্কতা নেওয়া প্রয়োজন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *