ব্যুরো রিপোর্ট: করোনার জেরে দেশে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩১ হাজারের ঘরে। গতকালের রিপোর্টেও ৩০ হাজার পার করে আসে করোনা আক্রান্তের সংখ্যা।
উল্লেখ্য এর আগে কয়েককদিন করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের আশপাশে থাকলেও উৎসবের মরশুমের আগে তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝে এদিন ফের একবার দৈনিক আক্রান্ত ৩০ হাজারের উপর।
এই পরিস্থিতিতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রবলভাবে আতঙ্ক ছড়িয়েছে করোনার তৃতীয় স্রোত নিয়ে। এদিকে, আসন্ন রাষ্ট্রসংঘের সাধারণ সভায় করোনা মোকাবিলা প্রসঙ্গে ভ্যাকসিনেশন নিয়ে শুরু হতে চলেছে আলোচনা।
করোনার জেরে গত কয়েকদিনেই উৎসবের মরশুমের আগে দৈনিক আক্রান্তের সংখ্যা বেশ বাড়বাড়ন্তের দিকে গিয়েছে বলে দেখা যাচ্ছে।দেশের সার্বিক করোনা পরিস্থিতি অনুযায়ী, দেখা যাচ্ছে, দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা, ৩০০১৬২ জন।
মোট সুস্থতার সংখ্যা ৩,২৮,৪৮,২৭৩ জন। মৃতের সংখ্য়া মোট ৪,৪৬,৩৬৮ জন। এই অবস্থায় করোনা রুখতে দেশে বিধি কতটা পালিত হচ্ছে , তা নিয়ে কড়া নজর রেখেছে সরকার। উল্লেখ্য, করোনা পরিস্থিতির মাঝেই সামনেই আসছে উৎসবের মরশুম।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসের পর থেকে ঘরলে করোনার অ্যাক্টিভ কেস এই প্রথমবার প্রবল পরিমাণে কমেছে বলে দেখা যাচ্ছে। শেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা যাচ্ছে, করোনার অ্যাক্টিভ কেস ৩০০১৬২ জন।
এদিকে, কেরলের পরিস্থিতি আগের থেকে খানিকটা হলেও নেমেছে করোনা গ্রাফ। এর আগে ওনম উৎসবের পর পর করোনার জেরে কেরলে মারাত্মক আকার নিয়েছে করনো পরিস্থিতি।
সেই সময় করোনার জেরে ৩০ হাজার পর্যন্ত কেরলের দৈনিক আক্রমণের সংখ্যা পৌঁছে যায়। এরপর সেরাজ্যে শেষ ২৪ ঘণ্টায় ১৯,৬৮২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। যার ফলে কেরলে মোট আক্রান্তের সংখ্যা ৪৫,৭৯, ৩১০ জন। মোট সুস্থতার সংখ্যা ২৪,১৯১ জন।