দেশে করোনা সংক্রমণে এখন শীর্ষে মধ্যপ্রদেশ, R-Value বাড়ছে ভারতের

দেশে করোনা সংক্রমণে এখন শীর্ষে মধ্যপ্রদেশ, R-Value বাড়ছে ভারতের

ব্যুরো রিপোর্ট:  ফের উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা ভাইরাসের সংক্রমণ। একাধিক রাজ্যে বাড়তে শুরু করেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশ করোনা ভাইরাসের সংক্রমণ কমলেও ১০ রাজ্যে কিন্তু বাড়ছে করোনা। তার মধ্যে শীর্ষে রয়েছে মধ্য প্রদেশ। এদিকে ভারতেরও আর ভ্যালুও বেড়ে গিয়েছে। তাই নিয়ে বিশেষ উদ্বেগে রয়েেছ স্বাস্থ্যমন্ত্রক।

গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। গতকাল যেখানে করোনা সংক্রমণ প্রায় ৪০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেটা অনেকটাই কমে ৩৮ হাজারের চলে এসেছে।

তবে বেশ কয়েকটি রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্র, দিল্লি, কলকাতা, অসম এই রাজ্যগুলির করোনা সংক্রমণের রিপোর্ট সন্তোষ জনক হলেও দক্ষিণ ভারতের

এবং মধ্য ভারতের একাধিক রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। কেরল, কর্নাটক, তামিলনাড়ুতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তামিলনাড়ু লকডাউনের সময় ২৩ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

নতুন করে বাড়তে শুরু করেছে ভারতের আর ভ্যালু। আর ভ্যালু হচ্ছে এক জন করোনা আক্রান্ত ব্যক্তি কতজনকে সংক্রমিত করছেন তার মাপকাছি। আর ভ্যালুতে সেইমাপ কাঠি বিচার করে থাকে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

সেই মাপ কািঠই বলে দেয় ভারতের করোনা সংক্রমণ কমছে না বাড়ছে। এবং কত দ্রুত হারে সেই সংক্রমণ বাড়ছে এবং কত দ্রুত হারে সেই সংক্রমণ কমছে তার মাপকাঠি এই আর ভ্যালু। ভারতের এখনআর ভ্যালু ১.০১।

এর অর্থ একজন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি কতজনকে সংক্রমিত করছেন। এই মুহূর্তে ভারতে একজন করোনা সংক্রমিত ব্যক্তি এতের অধিক ব্যক্তিকে করোনা ভাইরাসে সংক্রমিত করছেন। সেটাই ভয়ের কারণ।

মার্চে আর ভ্যালুর পরিমান ছিল ১.৪। অর্থাৎ যখন করোনার সেকেন্ড ওয়েভ চলছিল গোটা দেশে তখন আর ভ্যালু ভারতের অনেক বেশি ছিল। অর্থাৎ এক জন ব্যক্তি ৪ জন ব্যক্তিকে সংক্রমিত করছিল। সেটা কমতে কমতে ০.৭ এচলে এসেছিল।

১০ রাজ্যকে নিয়ে বিশেষ উদ্বেগ বেড়েছে। কারণ দেশের সার্বিক আর ভ্যালুর তুলনায় এই দশ রাজ্যের আর ভ্যালু অনেকটাই বেশি। সেই ১০ রাজ্যের তালিকার শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ।

প্রসঙ্গত উল্লেখ্য মধ্যপ্রদেশের ভোপালেই প্রথম ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছিল। এক জনের মৃত্যুও হয়েছিল ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণে। তারপরেই ডেল্টা প্লাস ভ্যারিেয়ন্ট নিয়ে সংশয় দেখা দিয়েছিল।

দেশে একাধিক রাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছিল। আর এই ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়েই বাড়ছে উদ্বেগ। ডেল্টা ভ্যারিসেন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে একাধিক রাজ্যে। এই ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেই করোনার থার্ড ওয়েভ আসবে বলে সতর্ক করেছেন গবেষকরা।

গবেষকরা জানিয়েছেন টিকা নিলেই যে ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াতে পারবে না এমন নয়। ডেল্টা ভ্যারিয়েন্ট এতটাই ভয়ঙ্কর যে টিকা নেওয়া ব্যক্তিকেও সংক্রমিত করতে পারে।

কাজেই ডেল্টা ভ্যারিয়েন্টের করোনা সংক্রমণ রুখতে টিকা কতটা কাজে দেবে তাই নিয়ে সংশয় রয়ে গিয়েছে। তবে যাঁরা টিকা নিয়েছেন তাঁদের জীবনের ঝুঁকি কম থাকবে বলে জানিয়েছেন গবেষকরা।

ইতিমধ্যেই কোভ্যাক্সিন করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কার্যকরী বলে দাবি করেছেন গবেষকরা। করোনা টিকা দ্রুত নেওয়ার কথা বলেছেন তাঁরা। যারা সংক্রমিত হয়েছেন বলে এখনও করোনা িটকা নেননি তাঁরা যেন দ্রুত করোনা টিকা নিয়ে ফেলেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *