কলকাতার ইস্কনের মন্দিরে কোভিদ বিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে মহাজন্মাষ্টমী

কলকাতার ইস্কনের মন্দিরে কোভিদ বিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে মহাজন্মাষ্টমী

ব্যুরো রিপোর্ট:  আজ জন্মাষ্টমী ।কলকাতার ইস্কনের মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে মহাজন্মাষ্টমী ।সকাল থেকেই মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে ইসকনের পুজো ।ইসকনের মহারাজ আনন্দমোহন জানিয়েছেন এবারে খুব সংক্ষিপ্ত ভাবেই পুজোর আয়োজন করা হয়েছে।

কারণ করোনার বিধিনিষেধ মেনে সমস্ত কিছুর আয়োজন করতে হয়েছে। তাছাড়া সরকারের যে সমস্ত গাইডলাইন রয়েছে সেগুলো মেনে চলতে হচ্ছে সবাইকে।

ইসকনের ভগবান দর্শন অনলাইনের মাধ্যমে দেখানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সকালবেলা এখানে আরতি হয়েছে। ভগবত পাঠ আর এখন কীর্তন হচ্ছে। দুপুর বারোটার সময় মহাভোগ হবে ।

তারপর দর্শনার্থীরা লাইন করে করোনা বিধি মেনে এক এক করে দর্শন করতে পারবেন। তবে লাইনে কেউ বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না।

একদিক দিয়ে প্রবেশ করতে হবে এবং অন্য দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। এবারে কোন ভিভিআইপি পাস নেই বলেও জানিয়েছেন তিনি। সবাইকে অনলাইনেও নিমন্ত্রণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সর্বোপরি ভগবানের আশীর্বাদ সবার ওপরে থাকে যেন সেই পার্থনা করা হচ্ছে ইসকন এর পক্ষ থেকে ।এদিন ভগবত পাঠ ও কীর্তন

শুনতে ইতিমধ্যে বেশ কয়েকজন ভক্ত ইসকনে হাজির হয়েছেন। মহাসমারোহে মধ্য দিয়েও ছোট্ট করে পুজো করা হচ্ছে। পুজোর কোনো খামতি থাকছে না বলেও জানিয়েছেন তিনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *