শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে অপসারিত হলেন মহুয়া দাস

শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে অপসারিত হলেন মহুয়া দাস

ব্যুরো রিপোর্ট:  শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে অপসারণ করা হল মহুয়া দাসকে। উচ্চমাধ্যমিকে সবথেকে বেশি নম্বর পাওয়া ছাত্রীর মেধার কথা না বলে,

তাঁর ধর্ম পরিচয় বার বার উল্লেখ করেছিলেন মহুয়া। তার জেরেই তাঁকে অপসারণ করা হল বলে মনে করা হচ্ছে। ফলে এখন শিক্ষা সংসদের নয়া সভাপতি হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য।

২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সব থেকে বেশি নম্বর পেয়েছেন রুমানা সুলতানা নামে এক ছাত্রী। তিনি পেয়েছিলেন ৪৯৯ নম্বর।

কিন্তু মহুয়া দাসের মুখে ওই ছাত্রীর মেধার কথা বার বার না উঠে, উঠছিল তাঁর ধর্ম পরিচয়। এর পরেই এই ঘটনায় মহুয়া দাসের পদত্যাগের দাবি তুলেছিল বিরোধীরা।

এছাড়া মাধ্যমিকে দশম শ্রেনীর ১০০ শতাংশ পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়া হলেও, উচ্চ মাধ্যমিকে সব পড়ুয়াকে পাশ করায়নি শিক্ষা সংসদ।

এর পর রাজ্য জুড়ে পড়ুয়াদের বিক্ষোভ সবাই দেখেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে বলার পরেই উচ্চমাধ্যমিকে ১০০ শতাংশ পড়ুয়াকে পাশ করানোর সিদ্ধান্ত নেয় শিক্ষা সংসদ।

ফলে বিক্ষোভ এবং ছাত্রীর ধর্ম পরিচয় নিয়ে বার বার উল্লেখ করার জন্যই মহুয়া দাসকে শিক্ষা সংসদের পদ থেকে অপসারিত করা হল বলে মনে করা হচ্ছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *