মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম যাত্রায় ‘বাধা’, মোদী সরকারের চিঠিতে ক্ষুব্ধ নবান্ন

মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম যাত্রায় ‘বাধা’, মোদী সরকারের চিঠিতে ক্ষুব্ধ নবান্ন

ব্যুরো রিপোর্ট:  ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় বাধা দানের অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে। গত অগাস্ট মাসে রোমের Community of Sant’Egidio-এর তরফ থেকে বিশ্ব শান্তি সম্নেলনে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল।

নবান্নে পাঠানো বিদেশমন্ত্রকের চিঠিতে এই সফরের অনুমতি না দেওয়ার কথাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক।দেশের নাগরিকদের সবার ক্ষেত্রেই বিদেশ সফরের অনুমতি লাগে। সেখানে কারণ জানিয়ে অনুমতি নিতে হয়।

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সফরের ব্যাপারে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর পদের সঙ্গে অনুষ্ঠানটি সঙ্গতিপূর্ণ নয়। এই ধরনের একটি অনুষ্ঠানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর উরস্থিতি সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করা হয়েছে নবান্নে পাঠানো যুগ্মসচিবের চিঠিতে।

Community of Sant’Egidio-এর সভাপতি প্রফেসর মার্কো ইমপ্যাগলিয়াজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছিলেন অগাস্টে। শান্তির বার্তা ছড়িয়ে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং উন্নয়নে অবদান মুখ্যমন্ত্রী রেখেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল।

Community of Sant’Egidio সংগঠন যেমন সারা বিশ্বে দুর্বল ও দুঃস্থদের নিয়ে কাজ করে, ঠিক তেমন কাজই মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন বলে বলা হয়েছিল চিঠিতে। সেখানে ২০২১-এ পশ্চিমবঙ্গে তৃতীয়বার জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানানো হয়েছিল।

চিঠিতে বলা হয়েছিল, ‘পিপলস অ্যাস ব্রাদার্স, ফিউচার আর্থ’ নামাঙ্কিত অনুষ্ঠানে ৬ ও ৭ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় যেন রোমে উপস্থিত থাকেন। এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় পোপ ফ্রান্সিস ছাড়াও জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মর্কেল,

মিশরের ইমাম আহমেদ আল তায়িবকে আমন্ত্রণ জানানোমুখ্যমন্ত্রী একদিকে যেমন আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, অন্যদিকে তার সফরসূচিও চূড়ান্ত হয়ে গিয়েছিল। সেই সময়ে আসা চিঠিতে একদিকে নবান্ন যেমন ক্ষুব্ধ অন্যদিকে তৃণমূলের তরফেও বিষয়টির কড়া সমালোচনা করা হয়েছে।

তৃণমূলের মুখপাত্র তথা বর্ষীয়ান সাংসদ সৌগত রায় সংবাদ মাধ্যমকে বলেছেন, কেন্দ্রের এই নেতাবাচক সিদ্ধান্ত অত্যন্ত লজ্জার। অনুমতি দেওয়াটা ফর্মালিটিসের মধ্যেই পড়ে। এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলেই মনে করছে তৃণমূল।

দলের কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ইউরোপ সফর করলে তা অনেকাংশেই তাৎপর্যপূর্ণ হয়ে থাকত।তবে এবারের রোম সফরই শুধু নয়,

মোদী সরকার এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকাগো সফরে অনুমতি দেয়নি। তবে মোদী সরকারের সময়েও অবশ্য ২০১৬-তে ভ্যাটিকানে এবং ২০১৭-তে হেগ-এ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার গতবছরে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ পেলেও, শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছিল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *