ব্যুরো রিপোর্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে এসে সেপ্টেম্বরে কনস্টিটিউশন ক্লাবে কিষান কনভেনশন করতে পারেন। আগামী সেপ্টেম্বর মাসে আবার দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেন ‘আগামী সেপ্টেম্বরে সম্ভবত আবার দিল্লি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার তিনি দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে এবং কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। যার নাম দেওয়া হতে পারে ‘কিষান কনভেনশন’।’
দোলা সেন আরও বলেন এই নিয়ে, ‘এবার দিল্লিতে এলে মুখ্যমন্ত্রী যেতে পারেন গাজীপুর, টিকরি বর্ডার এবং যন্তর মন্তরে। ওই জায়গাগুলিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলতে চান তিনি।
২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলগুলোর জোট তৈরীর সূচনা করেছেন।
জোট গড়ার গতি আরও এগিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রী প্রতি দুই মাস অন্তর দিল্লি আসার কথা ঘোষণা করেছেন। জুলাইয়ের শেষ সপ্তাহে দিল্লী ঘুরে গিয়েছেন তিনি। আবার আসছেন সেপ্টেম্বরে।’
দোলা সেন স্পষ্ট করেই বলেন “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক আন্দোলন এবং কৃষির জন্য লড়াইয়ের কথা সমগ্র দেশ জানে। সিঙ্গুর আন্দোলন বিশ্বে সাড়া সাড়া ফেলেছিল। আন্দোলন ও লড়াইয়ের মধ্য থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জনো নেত্রী হয়ে উঠেছেন।
এখন যখন দেশের রাজধানীর বুকে কৃষকরা আন্দোলনে বসেছেন তখন খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়াবেন।
কিছুদিন আগে কলকাতায় নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন সংযুক্ত কিষান মোর্চার সভাপতি রাকেশ টিকায়েত এবং ভারতীয় কিষান ইউনিয়নের সাধারণ সম্পাদক যুধবীর সিং।
তাদের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পরবর্তী দিল্লি সফরে এসে কৃষক সমাবেশের আয়োজন করবেন তিনি। যেখানে আমন্ত্রণ জানানো হবে অবিজেপি দলগুলির নেতাদের।”
জুলাইয়ের শেষ সপ্তাহে দিল্লি এসে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ছাড়া কমলনাথ, আনন্দ শর্মা, অভিষেক মনু সিংভির সঙ্গে মমতা দেখা করেন।
টেলিফোনে লালুপ্রসাদ যাদব এবং শারদ পাওয়ারের সঙ্গে কথা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছেন কানিমোঝি এবং অরবিন্দ কেজরিওয়াল।